অাকাশ জাতীয় ডেস্ক:
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, এই আড়াইহাজার উপজেলা আমি করেছিলাম। নারায়ণগঞ্জ- নরসিংদী জেলাও করেছি। আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো। শুক্রবার বিকেলে ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সাদত আলী সিকদারের আত্মার মাগফিরাতে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
এছাড়া নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার উপজেলা) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে দলের প্রেসিডিমার সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের নাম ঘোষণা করেছেন তিনি।
এরশাদ বলেন, আমার সৌভাগ্য ডা. সাদত আলী সিকদারের মত একজন গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। এ সময় এরশাদ দলীয় প্রার্থী আলমগীর সিকদার লোটনের হাত উঁচু করে ধরে তাকে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করার আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















