ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের যে সরকারই আসুক, চীন-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার এই নির্বাচন দিকনির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে: তারেক রহমান রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

ছাত্রলীগে সঠিক লোক না এলে খাটো হব: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ছাত্রলীগের নেতৃত্ব বাছাই হবে বলে জানিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, নেতৃত্বে সঠিক লোক আনতে না পারলে তারা জনগণের কাছে খাটো হবেন তারা।

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়ে শুক্র ও শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর কথা আগেই জানিয়েছে ওবায়দুল কাদের।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মূল দলের পাশাপাশি ছাত্র সংগঠনেও বিরোধী রাজনৈতিক শক্তি থেকে ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ আছে। আর এদের কর্মকাণ্ডে নানা সময় সমালোচিত হতে হয়েছে ছাত্রলীগকে।

তবে এবার ছাত্রলীগের নেতৃত্বে যেন কোনাভাবেই বিতর্কিত কেউ না আসে এ জন্য বিশেষভাবে সতর্ক আওয়ামী লীগ। পদপ্রত্যাশীদের বংশ পরিচয়ের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে এবার।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ যদিও আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগের গঠনতন্ত্রে রয়েছে আমাদের নেত্রী হলেন তাদের সাংগঠনিক নেতা। নেত্রী যেখানে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আর আমরাও ছাত্রলীগ করে আওয়ামী লীগে এসেছি আমাদের দায়িত্ব আছে। সম্মেলনে আমাদের সহযোগিতা থাকবে ‘

‘তাদের নেতৃত্ব তাঁরাই (ছাত্রলীগ) করবে , আর নেত্রী যেহেতু সাংগঠনিক দায়িত্বে আছেন তাঁর নির্দেশেই হবে এবং তিনি যেভাবে চাইবেন সেভাবেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

ছাত্রলীগের অনুপ্রেবেশের বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, ‘এটা নিয়ে যে সকল কথা, নালিশ রয়েছে সে ব্যাপারে নেত্রীর নির্দেশে আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। নেত্রী নিজেও একটা টিমকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খতিয়ে দেখতে এবং নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায় সে বিষয়ে কঠোরভাবে যাচাই বাচাই হচ্ছে। সে জন্য আমরা কাজ করছি।’

‘ছাত্রলীগ আমাদের সংগঠন, নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে আমরাই খাটো হবো জনগণের কাছে। সে বিষয়ে কি আমাদের খেয়াল নেই? যেহেতু এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা তাই আমাদের তো মাথাব্যথা আছে।’

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের শিবিরের সংশ্লিষ্টতার বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, ‘অভিযোগ আসতে পারে, এ অভিযোগের সত্যতা নিয়ে আমরা খোঁজ নিয়েছি। এখনতো তার টার্ম ওভার হয়ে গেছে। ছাত্রলীগ তাকে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে তাই এ বিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করতে রিট আবেদন করা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মামলার বিষয়ে দলবেদল বলা যায় না। কারণ যে লোকটি মামলাটি করেছিল, ১০ এপ্রিল তাঁর মামলার শুনানিতে ছিলেন মওদুদ আহমেদ। তিনি নেতৃত্ব দিয়েছেন। এটা তো প্রমাণিত।’

‘গাজীপুর ও খুলনা সিটিতে আমাদের প্রার্থীর বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত আছি। আমরা পপুলার প্রার্থী মনোনয়ন দিয়েছি। আমাদের দুই প্রার্থীই ক্লিন ইমেজের। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের কোন অভিযোগ নেই। আমরা জানি আমাদের প্রার্থী জিতবে, তাই আমরা কেন মামলা করতে যাব?’

‘গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমাদের নেতকর্মীদের মনে হতাশার ছায়া নেমে এসেছিল, তারা ভেঙে পড়েছিল। যেখানে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি সেখানে কেন স্থগিত করতে যাব? এর সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে কাদের জানান, রাতে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হলে পরদিন সকালে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, সাদেক খান, অপু উকিল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

ছাত্রলীগে সঠিক লোক না এলে খাটো হব: কাদের

আপডেট সময় ০৯:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ছাত্রলীগের নেতৃত্ব বাছাই হবে বলে জানিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, নেতৃত্বে সঠিক লোক আনতে না পারলে তারা জনগণের কাছে খাটো হবেন তারা।

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাইয়ে শুক্র ও শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর কথা আগেই জানিয়েছে ওবায়দুল কাদের।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মূল দলের পাশাপাশি ছাত্র সংগঠনেও বিরোধী রাজনৈতিক শক্তি থেকে ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ আছে। আর এদের কর্মকাণ্ডে নানা সময় সমালোচিত হতে হয়েছে ছাত্রলীগকে।

তবে এবার ছাত্রলীগের নেতৃত্বে যেন কোনাভাবেই বিতর্কিত কেউ না আসে এ জন্য বিশেষভাবে সতর্ক আওয়ামী লীগ। পদপ্রত্যাশীদের বংশ পরিচয়ের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে এবার।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ যদিও আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, ছাত্রলীগের গঠনতন্ত্রে রয়েছে আমাদের নেত্রী হলেন তাদের সাংগঠনিক নেতা। নেত্রী যেখানে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আর আমরাও ছাত্রলীগ করে আওয়ামী লীগে এসেছি আমাদের দায়িত্ব আছে। সম্মেলনে আমাদের সহযোগিতা থাকবে ‘

‘তাদের নেতৃত্ব তাঁরাই (ছাত্রলীগ) করবে , আর নেত্রী যেহেতু সাংগঠনিক দায়িত্বে আছেন তাঁর নির্দেশেই হবে এবং তিনি যেভাবে চাইবেন সেভাবেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

ছাত্রলীগের অনুপ্রেবেশের বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, ‘এটা নিয়ে যে সকল কথা, নালিশ রয়েছে সে ব্যাপারে নেত্রীর নির্দেশে আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। নেত্রী নিজেও একটা টিমকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খতিয়ে দেখতে এবং নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায় সে বিষয়ে কঠোরভাবে যাচাই বাচাই হচ্ছে। সে জন্য আমরা কাজ করছি।’

‘ছাত্রলীগ আমাদের সংগঠন, নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে আমরাই খাটো হবো জনগণের কাছে। সে বিষয়ে কি আমাদের খেয়াল নেই? যেহেতু এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা তাই আমাদের তো মাথাব্যথা আছে।’

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের শিবিরের সংশ্লিষ্টতার বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, ‘অভিযোগ আসতে পারে, এ অভিযোগের সত্যতা নিয়ে আমরা খোঁজ নিয়েছি। এখনতো তার টার্ম ওভার হয়ে গেছে। ছাত্রলীগ তাকে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে তাই এ বিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করতে রিট আবেদন করা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মামলার বিষয়ে দলবেদল বলা যায় না। কারণ যে লোকটি মামলাটি করেছিল, ১০ এপ্রিল তাঁর মামলার শুনানিতে ছিলেন মওদুদ আহমেদ। তিনি নেতৃত্ব দিয়েছেন। এটা তো প্রমাণিত।’

‘গাজীপুর ও খুলনা সিটিতে আমাদের প্রার্থীর বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত আছি। আমরা পপুলার প্রার্থী মনোনয়ন দিয়েছি। আমাদের দুই প্রার্থীই ক্লিন ইমেজের। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের কোন অভিযোগ নেই। আমরা জানি আমাদের প্রার্থী জিতবে, তাই আমরা কেন মামলা করতে যাব?’

‘গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমাদের নেতকর্মীদের মনে হতাশার ছায়া নেমে এসেছিল, তারা ভেঙে পড়েছিল। যেখানে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি সেখানে কেন স্থগিত করতে যাব? এর সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে কাদের জানান, রাতে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হলে পরদিন সকালে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, সাদেক খান, অপু উকিল প্রমুখ।