ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম

ডেম্বেলে-মেসিতে রেকর্ডের দ্বারপ্রান্তে বার্সা

অাকাশ জাতীয় ডেস্ক:

দারুণ দেখালেন উসমান ডেম্বেলে, খেললেন নিজের সহজাত খেলাটা। স্বরূপে ছন্দে থাকা লিওনেল মেসি। দুর্দান্ত দুই দেশি ভাই ফিলিপে কুতিনহো ও পাওলিনহো। তাদের যৌথ নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এতে স্প্যানিশ লা লিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল সদ্যই শিরোপাজয়ীরা।

স্প্যানিশ ফুটবলের প্রথা অনুযায়ী, আগেই শিরোপা নিশ্চিত করা বার্সাকে বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় ভিয়ারিয়াল। এমন প্রাপ্তির ম্যাচে চ্যাম্পিয়নদের শুরুটা হয় দুর্দান্ত। ১১ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে দলকে লিড এনে দেন ব্রাজিল তারকাকুতিনহো। মিনিট পাঁচেক পরে লুকাস দিনিয়ের ঠেলা বলে অনায়াসে লক্ষ্যভেদ করেন জাতীয় দলে তারই সতীর্থ পাওলিনহো।

এগিয়ে গিয়ে কিছুটা যেন ঝিমিয়ে পড়ে বার্সা। অনেকটা আয়েশি মেজাজে খেলা চালিয়ে যায় তারা। এ সুযোগে কয়েকবার পাল্টা আক্রমণে উঠেছে ভিয়ারিয়াল। ভীতি সঞ্চার করেছে স্বাগতিক শিবিরে। তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারা। পরে আবারও ছন্দে বার্সা। আরও এগিয়ে যায় তারা। এবার দৃশ্যপটে মেসি। বিরতির বাঁশি বাজার খানিক আগে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান ছোট ম্যাজিসিয়ান। চলতি মৌসুমে লিগে এটি তার ৩৪তম গোল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রুদ্রমূর্তি ধারণ করে ভিয়ারিয়াল। মুহুর্মুহু আক্রমণে বার্সাকে ব্যতিব্যস্ত রাখে অতিথিরা। সাফল্যও ধরা দেয়। ৫৪ মিনিটে ব্যবধান কমান নিকোলা সানসোন। ৬১ মিনিটে বিদায়ী ইনিয়েস্তাকে তুলে নেন ভালভার্দে। এ সময় স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ। এতে খেলা পায় অন্যমাত্রার গতি।

এবার বার্সার আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন ভিয়ারিয়ালের রক্ষণসেনারা। বেশ ভালোভাবেই ট্যাকল দিয়ে যাচ্ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত হাল ধরে রাখতে পারেননি। ৮৭ মিনিটে ফের গোল হজম করেন সফরকারীরা। এবার ব্যবধান বাড়ান গোটা মাঠে ছুটে বেড়ানো ডেম্বেলে। আর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি।

এ জয়ে এবারের লা লিগায় বার্সার অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল। বাকি দুই ম্যাচে হার এড়াতে পারলেই স্পেনসেরা লিগটিতে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে ব্লাউগ্রানারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেম্বেলে-মেসিতে রেকর্ডের দ্বারপ্রান্তে বার্সা

আপডেট সময় ০৮:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দারুণ দেখালেন উসমান ডেম্বেলে, খেললেন নিজের সহজাত খেলাটা। স্বরূপে ছন্দে থাকা লিওনেল মেসি। দুর্দান্ত দুই দেশি ভাই ফিলিপে কুতিনহো ও পাওলিনহো। তাদের যৌথ নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এতে স্প্যানিশ লা লিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল সদ্যই শিরোপাজয়ীরা।

স্প্যানিশ ফুটবলের প্রথা অনুযায়ী, আগেই শিরোপা নিশ্চিত করা বার্সাকে বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় ভিয়ারিয়াল। এমন প্রাপ্তির ম্যাচে চ্যাম্পিয়নদের শুরুটা হয় দুর্দান্ত। ১১ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে দলকে লিড এনে দেন ব্রাজিল তারকাকুতিনহো। মিনিট পাঁচেক পরে লুকাস দিনিয়ের ঠেলা বলে অনায়াসে লক্ষ্যভেদ করেন জাতীয় দলে তারই সতীর্থ পাওলিনহো।

এগিয়ে গিয়ে কিছুটা যেন ঝিমিয়ে পড়ে বার্সা। অনেকটা আয়েশি মেজাজে খেলা চালিয়ে যায় তারা। এ সুযোগে কয়েকবার পাল্টা আক্রমণে উঠেছে ভিয়ারিয়াল। ভীতি সঞ্চার করেছে স্বাগতিক শিবিরে। তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারা। পরে আবারও ছন্দে বার্সা। আরও এগিয়ে যায় তারা। এবার দৃশ্যপটে মেসি। বিরতির বাঁশি বাজার খানিক আগে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান ছোট ম্যাজিসিয়ান। চলতি মৌসুমে লিগে এটি তার ৩৪তম গোল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রুদ্রমূর্তি ধারণ করে ভিয়ারিয়াল। মুহুর্মুহু আক্রমণে বার্সাকে ব্যতিব্যস্ত রাখে অতিথিরা। সাফল্যও ধরা দেয়। ৫৪ মিনিটে ব্যবধান কমান নিকোলা সানসোন। ৬১ মিনিটে বিদায়ী ইনিয়েস্তাকে তুলে নেন ভালভার্দে। এ সময় স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ। এতে খেলা পায় অন্যমাত্রার গতি।

এবার বার্সার আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন ভিয়ারিয়ালের রক্ষণসেনারা। বেশ ভালোভাবেই ট্যাকল দিয়ে যাচ্ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত হাল ধরে রাখতে পারেননি। ৮৭ মিনিটে ফের গোল হজম করেন সফরকারীরা। এবার ব্যবধান বাড়ান গোটা মাঠে ছুটে বেড়ানো ডেম্বেলে। আর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি।

এ জয়ে এবারের লা লিগায় বার্সার অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল। বাকি দুই ম্যাচে হার এড়াতে পারলেই স্পেনসেরা লিগটিতে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে ব্লাউগ্রানারা।