অাকাশ জাতীয় ডেস্ক:
আধিপত্যের জেরে রাজধানীর বাড্ডায় একের পর এক খুন হচ্ছে, রক্ত ঝরছে। বুধবার দক্ষিণ বাড্ডায় আবদুর রাজ্জাক ওরফে বাবু নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডায় জাগরণী ক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা ডিশ ব্যবসা নিয়েই আধিপত্যের জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
বেরাইদে আধিপত্যের জেরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ভাই কামরুজ্জামান দুখু খুনের ১৮ দিনের মাথায় এ খুনের ঘটনা ঘটল। আধিপত্যের জেরে বাড্ডা এলাকায় একের পর এক খুন হচ্ছে, রক্ত ঝরছে। ফলে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বাড্ডা থানার পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম দৈনিক আকাশকে জানান, দুর্বৃত্তরা বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে এসে আবদুর রাজ্জাক বাবুকে গুলি করে।
তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু্য হয়। নিহতের বুক, পেট, কপালসহ বিভিন্ন স্থানে ৯টি গুলি লেগেছে।
আবদুর রাজ্জাক ওরফে বাবু দক্ষিণ বাড্ডা এলাকায় ডিশ ব্যবসা করতেন। নজরুল ইসলাম বলেন, বাড্ডা থানা পুলিশ তো বটেই, গুলশান বিভাগসহ পুলিশের বেশ কয়েকটি টিম জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। নিহতের রাজনৈতিক পরিচয় পরে জানানো হবে বলে জানান তিনি।
নিহতের বাবা মো. ফজলুর রহমান দৈনিক আকাশকে জানান, দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আবদুর রাজ্জাক নিহত হয়। তিনি বলেন, রাত ৯টার দিকে খবর পাই রাজ্জাকের কিছু একটা হয়েছে।
স্থানীয় জাগরণী ক্লাবে গিয়ে দেখি চেয়ারের ওপর গুলিবদ্ধি অবস্থায় রয়েছে রাজ্জাক। কয়েকজনের সহায়তায় রাজ্জাককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাত সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
আবদুর রাজ্জাক মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের প ৫২/৩ এর বাসায় থাকতেন। দক্ষিণ বাড্ডায় ম্যাক্স ক্যাবল নামে তার ডিশ ব্যবসা রয়েছে। আবদুর রাজ্জাকের স্থায়ী ঠিকানা পুরান ঢাকার সুরিটোলায়।
বাড্ডা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বোম্ব জিসপোজাল ইউনিটকেও খবর দেয়া হয়েছে। আলামত এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
এর আগে, ২২ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের ঘটনায় বাড্ডার বেরাইদে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ভাই কামরুজ্জামান দুখু খুন হন। স্থানীয়দের মতে, স্থানীয় এমপি এবং ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব্বের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরে নিহত কামরুজ্জামানের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হত্যা মামলা করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























