অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এককথা আর তার দলের বিধায়ক বলেন আরেক কথা। দেশটিতে কন্যাশিশুদের বিয়ে ঠেকাতে মোদি ‘বেটি বাঁচাও, বেটি বাঁচা’ প্রচারে নেমেছেন।
কিন্তু দেশটির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক গোপাল পারমার শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, লাভ জেহাদ ঠেকাতে শিশু বয়সেই মেয়েদের বিয়ে দিতে হবে।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।
ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের আশঙ্কা, ধর্মান্তরিত করার জন্যই সংখ্যালঘু যুবকরা হিন্দু মেয়েদের বিয়ে করছে। এ কৌশলের নাম নাকি ‘লাভ জেহাদ’। কেরালায় এ ধরনের একটি অভিযোগ আদালত পর্যন্ত গড়ালেও শেষ পর্ষন্ত তার সত্যতা প্রমাণ করা যায়নি।
তবুও গেরুয়া শিবির যে তাদের বক্তব্য থেকে নড়ছে না, তা মধ্যপ্রদেশে আগর মালওয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল পারমারের কথা থেকে স্পষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, ভালো মানুষ সেজে কেউ কেউ স্কুলছাত্রীদের টার্গেট করছে। এই বিপদ এড়ানোর জন্যই মেয়েদের শিশু বয়সে বিয়ে দিয়ে দিন।
কিন্তু অপ্রাপ্তবয়স্কদের বিয়ে ঠেকানোর জন্য প্রচারে তো কোটি কোটি টাকা খরচ করছে দেশটির কেন্দ্রীয় সরকার।
পারমারের মতো বিজেপি নেতাদের যুক্তি, আগেকার দিনে ছেলেমেয়েদের অল্পবয়সেই বিয়ে হয়ে যেত, নইলে তাদের বিয়ে ঠিক করে রাখা হতো। ফলে তারা ভুলের ফাঁদে পা দিত না। কিন্তু এখন মেয়েদের সময়মতো বিয়ে না হওয়ায় বিপদ বাড়ছে।
১৮ বছরের কম বয়সীদের বিয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে পারমার ‘সামাজিক ব্যাধি’ বলে চিহ্নিত করেছেন। বাবা-মায়েদের উদ্দেশ্যে তার পরামর্শ, মেয়েরা যাতে লাভ জেহাদিদের খপ্পরে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকুন।
মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল পারমারের নিশানায় যে সংখ্যালঘু সম্প্রদায়, তা আর বলে দিতে হচ্ছে না।
বিরোধীরা তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুলেছেন। কিন্তু শাস্তি তো দূরের কথা। পারমারকে এখনও পর্যন্ত সতর্ক পর্যন্ত করেনি বিজেপি।
আকাশ নিউজ ডেস্ক 




















