ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

ইতিহাসের এই দিনে, ৬ এপ্রিল

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ রোববার ৬ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৬ এপ্রিল, ২০১৮, রোববার। ২৩শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

বালাকোট দিবস

ইসলামের ইতিহাসে ৬ মে বালাকোট দিবস হিসেবে পরিচিত। ১৮৩১ সালের এ দিনে ইংরেজ ও শিখদের যৌথ বাহিনীর বিরুদ্ধে উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে বালাকোট উপত্যকায় মুক্তি সংগ্রামের নেতা সৈয়দ আহমদ ব্রেলভি ও শাহ ইসমাইল শতাধিক সঙ্গী নিয়ে সম্মুখ যুদ্ধে নিহত হন। ভারত বর্ষে নির্যাতিত মুসলমানদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে ৬ মে একটি ঐতিহাসিক রক্তঝরা দিন। বিভিন্ন সংগঠন প্রতিবছর এ দিনে আলোচনা-সেমিনারের আয়োজন করে থাকে।

৬৭৩ হিজরীর এই দিনে বিখ্যাত হাদীস শাস্ত্রবিদ ও ঐতিহাসিক মুহাম্মাদ বিন আহমাদ জাহাবী শামসুদ্দিন জন্মগ্রহণ করেন। হাদীস সংগ্রহের জন্য তিনি অনেক জায়গায় সফর করেছিলেন। জাহাবী ইসলামের আবির্ভাবের ঘটনাবলী থেকে শুরু করে ৭০৪ হিজরী সালের ইসলামী ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন। তার লেখা বিখ্যাত বইয়ের মধ্যে আলকাশেফ, তাবাক্বাতুল ক্বুরা, আল মোয়াজ্জামুস সাগির ও আল মুয়াজ্জামুল কাবীর-এর নাম উল্লেখ করা যায়। তিনি ৭৪৮ হিজরীতে দামেস্কে ইন্তেকাল করেন।

১৭৪৪ সালের ছয়ই মে ফ্রান্সের বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ জ্যাঁ বাতিস্তা লামার্ক জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে ফ্রান্সের উদ্ভিদ নামের বইটি লিখে খ্যাতি অর্জন করেন। এরপর ‘উদ্ভিদ বিজ্ঞানের অভিধান’ শীর্ষক বইটি লিখে তিনি আরো খ্যাতিমান হন। ফসিল ও অমেরুদন্ডী প্রাণী সম্পর্কে লামার্ক ব্যাপক গবেষণা করেছিলেন। এ সম্পর্কিত তার বিখ্যাত বই প্রাণীবিদ্যার দর্শন ও অমেরুদন্ডী প্রাণীর ইতিহাস প্রাণীবিদ্যার পরবর্তীকালের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লামার্ক ১৮২৯ সালে মারা যান।

১৮৩১ সালের এই দিনে ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন। এই লড়াইয়ের আগে তিনি কয়েকটি যুদ্ধে ইংরেজ ও শিখ বাহিনীকে পরাজিত করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। বাংলাদেশ থেকেও অনেক মুসলমান এইসব জিহাদে অংশ নিয়েছিলেন। বালাকোটে সাইয়েদ আহমাদ ও মুজাহিদদের পরাজয়ের জন্য একদল মুসলমানের বিশ্বাসঘাতকতাকে দায়ী করা হয়।

১৯৪৯ সালের এই দিনে বেলজিয়ামের বিশিষ্ট প্রকৃতিবিদ ও লেখক মরিস ম’টারলিংক ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন। আইন শাস্ত্রে ডিগ্রী লাভের পর তিনি কিছুদিন ওকালতি করেন। কিন্তু কিছুকাল পর ম’টারলিংক এই পেশা ছেড়ে দিয়ে প্যারিসে গিয়ে লেখালেখিতে মশগুল হন। ব্লু বার্ড নামে তার লেখা বিখ্যাত নাটক পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে বিবেক ও পরিণাম, মৌমাছি এবং পিপিলিকা উল্লেখযোগ্য। মরিস ম’টারলিংক ১৯১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

এই দিনে ইরানের বিশিষ্ট লেখক ও কবি অধ্যাপক মেহেরদাদ আভেস্তা ইন্তেকাল করেন। সাহিত্যের অধ্যাপক জনাব আভেস্তা তার বিভিন্ন কবিতা ও লেখনীতে অত্যন্ত ক্ষুরধার ভাষায় স্বৈরাচারী শাহ সরকারের সমালোচনা করেছিলেন। ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) সম্পর্কে জনাব মেহেরদাদ আভেস্তার বেশ কিছু সুন্দর কবিতা রয়েছে। তিনি বিশ্বের প্রাচীন সাহিত্য ও ইরানের বিশ্বখ্যাত কবিদের কবিতা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। ইমাম ও আরো এক বীরত্বগাঁথা, আজ থেকে আর কখনও নয়, বিদায়ী ক্যারাভান তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম।

  • সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ তানসেনের মৃত্যু (১৫৮৯)
  • দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রিয়দের বিজয় (১৭৫৭)
  • ক্লোরোফর্মের আবিষ্কারক জেমস ইয়ং সিম্পসনের মৃত্যু (১৮১১)
  • ইংল্যান্ডে বিশ্বের প্রথম ডাকটিকেট চালু (১৮৪০)
  • পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি (১৯১১)
  • ব্রিটেনের রানী এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরার ইউরোটানেল রেলপথ উদ্বোধন (১৯৯৪)
  • চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর (১৯৯৪)
  • ইরানে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা লাভ (২০০০)
  • দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচির মুক্তিলাভ (২০০২)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত

ইতিহাসের এই দিনে, ৬ এপ্রিল

আপডেট সময় ১২:০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ রোববার ৬ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৬ এপ্রিল, ২০১৮, রোববার। ২৩শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

বালাকোট দিবস

ইসলামের ইতিহাসে ৬ মে বালাকোট দিবস হিসেবে পরিচিত। ১৮৩১ সালের এ দিনে ইংরেজ ও শিখদের যৌথ বাহিনীর বিরুদ্ধে উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে বালাকোট উপত্যকায় মুক্তি সংগ্রামের নেতা সৈয়দ আহমদ ব্রেলভি ও শাহ ইসমাইল শতাধিক সঙ্গী নিয়ে সম্মুখ যুদ্ধে নিহত হন। ভারত বর্ষে নির্যাতিত মুসলমানদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে ৬ মে একটি ঐতিহাসিক রক্তঝরা দিন। বিভিন্ন সংগঠন প্রতিবছর এ দিনে আলোচনা-সেমিনারের আয়োজন করে থাকে।

৬৭৩ হিজরীর এই দিনে বিখ্যাত হাদীস শাস্ত্রবিদ ও ঐতিহাসিক মুহাম্মাদ বিন আহমাদ জাহাবী শামসুদ্দিন জন্মগ্রহণ করেন। হাদীস সংগ্রহের জন্য তিনি অনেক জায়গায় সফর করেছিলেন। জাহাবী ইসলামের আবির্ভাবের ঘটনাবলী থেকে শুরু করে ৭০৪ হিজরী সালের ইসলামী ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন। তার লেখা বিখ্যাত বইয়ের মধ্যে আলকাশেফ, তাবাক্বাতুল ক্বুরা, আল মোয়াজ্জামুস সাগির ও আল মুয়াজ্জামুল কাবীর-এর নাম উল্লেখ করা যায়। তিনি ৭৪৮ হিজরীতে দামেস্কে ইন্তেকাল করেন।

১৭৪৪ সালের ছয়ই মে ফ্রান্সের বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ জ্যাঁ বাতিস্তা লামার্ক জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে ফ্রান্সের উদ্ভিদ নামের বইটি লিখে খ্যাতি অর্জন করেন। এরপর ‘উদ্ভিদ বিজ্ঞানের অভিধান’ শীর্ষক বইটি লিখে তিনি আরো খ্যাতিমান হন। ফসিল ও অমেরুদন্ডী প্রাণী সম্পর্কে লামার্ক ব্যাপক গবেষণা করেছিলেন। এ সম্পর্কিত তার বিখ্যাত বই প্রাণীবিদ্যার দর্শন ও অমেরুদন্ডী প্রাণীর ইতিহাস প্রাণীবিদ্যার পরবর্তীকালের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লামার্ক ১৮২৯ সালে মারা যান।

১৮৩১ সালের এই দিনে ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন। এই লড়াইয়ের আগে তিনি কয়েকটি যুদ্ধে ইংরেজ ও শিখ বাহিনীকে পরাজিত করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। বাংলাদেশ থেকেও অনেক মুসলমান এইসব জিহাদে অংশ নিয়েছিলেন। বালাকোটে সাইয়েদ আহমাদ ও মুজাহিদদের পরাজয়ের জন্য একদল মুসলমানের বিশ্বাসঘাতকতাকে দায়ী করা হয়।

১৯৪৯ সালের এই দিনে বেলজিয়ামের বিশিষ্ট প্রকৃতিবিদ ও লেখক মরিস ম’টারলিংক ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন। আইন শাস্ত্রে ডিগ্রী লাভের পর তিনি কিছুদিন ওকালতি করেন। কিন্তু কিছুকাল পর ম’টারলিংক এই পেশা ছেড়ে দিয়ে প্যারিসে গিয়ে লেখালেখিতে মশগুল হন। ব্লু বার্ড নামে তার লেখা বিখ্যাত নাটক পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে বিবেক ও পরিণাম, মৌমাছি এবং পিপিলিকা উল্লেখযোগ্য। মরিস ম’টারলিংক ১৯১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

এই দিনে ইরানের বিশিষ্ট লেখক ও কবি অধ্যাপক মেহেরদাদ আভেস্তা ইন্তেকাল করেন। সাহিত্যের অধ্যাপক জনাব আভেস্তা তার বিভিন্ন কবিতা ও লেখনীতে অত্যন্ত ক্ষুরধার ভাষায় স্বৈরাচারী শাহ সরকারের সমালোচনা করেছিলেন। ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) সম্পর্কে জনাব মেহেরদাদ আভেস্তার বেশ কিছু সুন্দর কবিতা রয়েছে। তিনি বিশ্বের প্রাচীন সাহিত্য ও ইরানের বিশ্বখ্যাত কবিদের কবিতা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। ইমাম ও আরো এক বীরত্বগাঁথা, আজ থেকে আর কখনও নয়, বিদায়ী ক্যারাভান তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম।

  • সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ তানসেনের মৃত্যু (১৫৮৯)
  • দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রিয়দের বিজয় (১৭৫৭)
  • ক্লোরোফর্মের আবিষ্কারক জেমস ইয়ং সিম্পসনের মৃত্যু (১৮১১)
  • ইংল্যান্ডে বিশ্বের প্রথম ডাকটিকেট চালু (১৮৪০)
  • পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি (১৯১১)
  • ব্রিটেনের রানী এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরার ইউরোটানেল রেলপথ উদ্বোধন (১৯৯৪)
  • চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর (১৯৯৪)
  • ইরানে দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা লাভ (২০০০)
  • দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচির মুক্তিলাভ (২০০২)