আকাশ বিনোদন ডেস্ক:
মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে সুশান্ত সিংহ রাজপুতের অনবদ্য পারফরম্যান্সের সমান্তরালে দর্শকের মন ছুঁয়েছিলেন ধোনির প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করা দিশা পটনি। সেই শুরু। তার সর্বশেষ ছবি ‘বাগি ২’ও সুপারহিট।
২০১৮ সালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফল ছবির নায়িকা দিশা রয়েছেন দারুণ মুডে। এই অবস্থায় দিশার এক দুরন্ত নাচের ভিডিও হলো ভাইরাল।
আপলোডের প্রথম ১৩ ঘণ্টাতেই ভিডিওটি দেখেছে ১১ লাখেরও বেশি ভক্ত। মাত্র ২ দিন হলো ভিডিওটি তিনি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। এর মধ্যেই ১৭ লাখ পেরিয়ে গিয়েছে ভিউজ!
ভিডিওটিতে কোরিওগ্রাফারের সঙ্গে তালে তাল মিলিয়ে একটি রিমিক্স গানে কোমর দোলাতে দেখা যাচ্ছে দিশাকে। নিখুঁত স্টেপসে মুগ্ধ করেছেন দিশা।
আকাশ নিউজ ডেস্ক 

























