অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এখনও সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এই সন্ত্রাস ও নাশকতা বন্ধ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে হবে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ সভা হয়।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ স্থানীয় এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। এছাড়াও বক্তারা আরো জানান, নির্বাচনকে সামনে রেখে সকল মান-অভিমান ভুলে গিয়ে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করার জন্য একসাথে কাজ করতে হবে। ফলে আবারো আওয়ামী সরকার ক্ষমতায় আসবে।
জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জেলার সকল ইউনিটের প্রায় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















