ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

কারচুপি না করলে দুই সিটিতেই জিতবে বিএনপি: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দাবি করেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যোগ হবে তবে বিএনপির ভোট আওয়ামী লীগে যাবে না। তিনি বলেন, ‘সরকার কারচুপি না করলে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অতীতের মতো এবারও বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সেদিক থেকে ভোট গণনার আগেই আমরা বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে, এবারও জিতবে।’

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের অবিলম্বে মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করছে।’

নোমান বলেন, ‘আওয়ামী লীগের বেলায় আইন অমান্য হচ্ছে না। আর নির্বাচন কমিশন সেখানে দুই চোখে দুই রকম করে দেখছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘একটি কথা আমি বলেছিলাম, তার জবাব মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি চায় না তারেক রহমানকে দেশে ফেরাতে। আমি দুটি মিটিংয়ে আমার ব্যক্তিগত দায়িত্বে এটা বলেছিলাম যে আমি মনে করি, দেশনায়ক তারেক রহমানের দেশে আসা উচিত নয়। কারণ, উনি দেশে কেন আসবেন, মিথ্যা মামলায় ১০ বছরের জেল খাটার জন্য এবং তার নিজের জীবনকে শঙ্কার মুখে ফেলার জন্য? সে জন্যই তার এখন দেশে আসার দরকার নেই।’

নোমান বলেন, ‘আজকে আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে তারেক রহমানের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সেই যোগাযোগের প্রেক্ষাপটে তার নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামকে গড়ে তুলছি। আরও বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারবো। তাই তার দেশের আসার যে পরিস্থিতি, সেটা এ মুহূর্তে নাই বলে আমি মনে করি।’

বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন নোমান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। এরপর সহায়ক সরকার হোক বা আলোচনার মাধ্যমে সংবিধানে নতুন ধারা সৃষ্টি করে হোক সেই নির্বাচনে নির্বিঘ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

কারচুপি না করলে দুই সিটিতেই জিতবে বিএনপি: নোমান

আপডেট সময় ০৯:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দাবি করেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যোগ হবে তবে বিএনপির ভোট আওয়ামী লীগে যাবে না। তিনি বলেন, ‘সরকার কারচুপি না করলে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অতীতের মতো এবারও বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সেদিক থেকে ভোট গণনার আগেই আমরা বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে, এবারও জিতবে।’

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের অবিলম্বে মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করছে।’

নোমান বলেন, ‘আওয়ামী লীগের বেলায় আইন অমান্য হচ্ছে না। আর নির্বাচন কমিশন সেখানে দুই চোখে দুই রকম করে দেখছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘একটি কথা আমি বলেছিলাম, তার জবাব মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি চায় না তারেক রহমানকে দেশে ফেরাতে। আমি দুটি মিটিংয়ে আমার ব্যক্তিগত দায়িত্বে এটা বলেছিলাম যে আমি মনে করি, দেশনায়ক তারেক রহমানের দেশে আসা উচিত নয়। কারণ, উনি দেশে কেন আসবেন, মিথ্যা মামলায় ১০ বছরের জেল খাটার জন্য এবং তার নিজের জীবনকে শঙ্কার মুখে ফেলার জন্য? সে জন্যই তার এখন দেশে আসার দরকার নেই।’

নোমান বলেন, ‘আজকে আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে তারেক রহমানের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সেই যোগাযোগের প্রেক্ষাপটে তার নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামকে গড়ে তুলছি। আরও বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারবো। তাই তার দেশের আসার যে পরিস্থিতি, সেটা এ মুহূর্তে নাই বলে আমি মনে করি।’

বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন নোমান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। এরপর সহায়ক সরকার হোক বা আলোচনার মাধ্যমে সংবিধানে নতুন ধারা সৃষ্টি করে হোক সেই নির্বাচনে নির্বিঘ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।