অাকাশ জাতীয় ডেস্ক:
হজযাত্রীদের জন্য তারিখ অনুযায়ী বিমান নির্ধারিত করা হয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল বলেছেন, হাজীদের যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবসে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহাজাহান কামাল বলেন, অধিকারবঞ্চিত করার নামই অবিচার। অনেক গরিব, দুঃখী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিচার পায় না। সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে।
জেলা লিগ্যাল এইডের সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেমের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মো. আবদুল্লাহ ও মো. নোমান প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 




















