অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন।
দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যকার বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠানের পর পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে মতৈক্যে পৌঁছার খবর এল।
শুক্রবার এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে এ ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরীয় উপদ্বীপে দীর্ঘ দিনের সংঘাতের অবসান ঘটিয়ে সেখানে ‘স্থায়ী এবং টেকসই শান্তি’ প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করার বিষয়ে দুই নেতা একমত হন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এছাড়া, ঐতিহাসিক ঘোষণায় কোরিয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতার পাশাপাশি শত্রুতামূলক কর্মকাণ্ড কমানো, সীমান্তের সামরিক ঘাঁটিগুলোকে শান্তি এলাকায় রূপান্তরিত করা এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য জাতিগুলোর সঙ্গে বহুপাক্ষিক আলোচনার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
কিম ও মুনের মধ্যে আলোচনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান এক বিবৃতিতে বলেছেন, ‘দুই নেতা কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছেন। তারা আরো ঘোষণা দেন যে, কোরীয় উপদ্বীপে আর কখনও যুদ্ধ হবে না। এছাড়া, আন্তঃকোরিয়া সম্পর্কোন্নয়নের বিষয়টি নিয়েও তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন।’
আকাশ নিউজ ডেস্ক 



















