অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক রিকশাআরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ধানমন্ডির শেখ জামাল মাঠ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদা মগবাজারের একটি ক্লিনিকে সেবিকা হিসেবে চাকরি করতেন। তিনি পরীবাগ এলাকায় থাকতেন।
ধানমন্ডি থানা এসআই শাহ মিরাজ উদ্দিন বলেন, ধানমন্ডি থেকে রিকশায় করে পরীবাগে ফিরছিলেন মাসুদা। এসময় শেখ জামাল মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























