ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুত হচ্ছে দীপিকার বিয়ের গহনা

আকাশ বিনোদন ডেস্ক:

‘হবু বরের’ সঙ্গে দেখা করে মুম্বাই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা। বিয়ের জন্য বিশেষ নকশায় গহনা বানাতে জন্য বেঙ্গালুরু গিয়েছেন তিনি। কিছুদিন আগেই মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক গহনার দোকানে দেখা গিয়েছিল দীপিকাকে। বেঙ্গালুরুতেই দীপিকারর পরিবার থাকে। সেখানে তার যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গহনার ডিজাইন ঠিক করা।

দীপিকা একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের দূতিয়ালি করছেন। সে সংস্থাই দীপিকার জন্য বিশেষ গহনা বানাবে। দুই পরিবার পক্ষ থেকে তারিখ ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনো একদিন বসবে বিয়ের আসর।

রণবীর-দীপিকা বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। সুতরাং তারা যে গোপনেই বিয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন। বছর শেষে রণবীর বা দীপিকা কেউই কোনো কাজ রাখেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত হচ্ছে দীপিকার বিয়ের গহনা

আপডেট সময় ০৯:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

‘হবু বরের’ সঙ্গে দেখা করে মুম্বাই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা। বিয়ের জন্য বিশেষ নকশায় গহনা বানাতে জন্য বেঙ্গালুরু গিয়েছেন তিনি। কিছুদিন আগেই মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক গহনার দোকানে দেখা গিয়েছিল দীপিকাকে। বেঙ্গালুরুতেই দীপিকারর পরিবার থাকে। সেখানে তার যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গহনার ডিজাইন ঠিক করা।

দীপিকা একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের দূতিয়ালি করছেন। সে সংস্থাই দীপিকার জন্য বিশেষ গহনা বানাবে। দুই পরিবার পক্ষ থেকে তারিখ ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনো একদিন বসবে বিয়ের আসর।

রণবীর-দীপিকা বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। সুতরাং তারা যে গোপনেই বিয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন। বছর শেষে রণবীর বা দীপিকা কেউই কোনো কাজ রাখেননি।