অাকাশ জাতীয় ডেস্ক:
নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে আসা দর্শনার্থীদের বাতাসা ও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। ঐতিহাসিক এই দুটি পার্কের প্রবেশ গেটে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের এসব দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবেশ গেটে পুলিশের এমন শুভেচ্ছা পেয়ে দারুন খুশি দর্শনার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে দর্শনার্থীরা। প্রতিটি গেটে পুলিশ ও র্যা ব দায়িত্ব পালন করছে। গেটে প্রবেশের আগে সবার হাতে দেয়া হচ্ছে বাতাসা ও একটি করে লাল গোলাপ। শুভেচ্ছা নিয়ে প্রত্যেকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করছেন। এছাড়া তল্লাশি করা হচ্ছে সবার দেহ। দর্শনার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর এসব কাজে সহযোগিতা করছেন।
রাজধানীর ওয়ারী থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর দৈনিক আকাশকে জানান, ‘বাতাসা ও গোলাপ ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এটির আয়োজন করা হয়েছে। প্রত্যেকের হাতে সামান্য উপহার দিতে পেরে আমরা অত্যন্ত খুশি।’
রাজারবাগ থেকে স্ত্রী, তিন সন্তান নিয়ে রমনা পার্কে নববর্ষের অনুষ্ঠানে এসেছেন মেহেদী হাসান। দৈনিক আকাশকে তিনি বলেন, ‘সব আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফুল ও বাতাসা পেয়ে আমরা সবাই উৎফুল্ল। এতে পুলিশের ভাবমর্যাদা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরও হৃদ্যতা তৈরি হবে।’
এদিকে বাংলা নববর্ষের দিনে রাজধানীতে উৎসবপ্রিয় মানুষের ঢল নামে সকাল থেকেই। বৈশাখের প্রথম প্রহর থেকেই শিশু-তরুণ-তরুণীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রমনা পার্ক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লাখো মানুষ ভিড় জমাতে থাকে ঐতিহ্যবাহী এই পার্কটিতে। আনন্দ ভাগাভাগিতে বাদ যাননি শিশু-বৃদ্ধারও। সব শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রমনা পার্ক এলাকা।
বর্ষবরণের জন্য আসা পুরুষদের সাদা পাঞ্জাবি আর নারীদের সাদা শাড়িতে লালপাড় বর্ণিল করে তুলেছে রমনার সবুজ উদ্যান। বৈশাখী সাজে পুরো রমনা পার্ক এলাকায় নেমে এসেছে নতুনের আমেজ।
আকাশ নিউজ ডেস্ক 



















