অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুরের পর রোববার রাতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ফোন করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কল পাওয়ার পর উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বাসভবন থেকে বাইরে এনে বসান। উপাচার্য ফোন ধরে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপা আমি ভীতিকর অবস্থায় আছি। পরিবারের বাকি সদস্যরা কোথায়—জানি না। ঘর ভাঙচুর করা হয়েছে।’
প্রধানমন্ত্রী অপর প্রান্ত থেকে কিছু বলার পর উপাচার্য বলেন, ‘আপা বিষয়টি রাজনৈতিক। বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।’ এরপর ফোন করার জন্য উপাচার্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের পাঁচ মিনিটের মতো কথা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















