অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জয়লাভ করতে হলে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
শুক্রবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরে নিজ বাসভবন হামিদ মঞ্জিলে ফরিদপুর-২ আসনের অন্তর্গত সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বারবার নৌকায় ভোট দিন।
সংসদ উপনেতার এপিএস শফি উদ্দীনের সঞ্চালনায় কর্মিসভায় সংসদ উপনেতার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, মেজো ছেলে সাজেদ আকবর চৌধুরী ছুটকো, একমাত্র মেয়ে শামা রহমান চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, সহসভাপতি আক্তারুজ্জামান তিতাস, সহসভাপতি ইউনুচ আলী মোল্যা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. ইনজামামূল হক মিঠু, আওয়ামী নেতা প্রাণ নাথ চৌধুরী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















