অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ‘১২ বোর শটগান’ ব্যবহার করা হবে। এর আগে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ ঘটনায় ব্যবহৃত হত ‘৩০৩ রাইফেল’।
এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ অস্ত্র কিনতে ৩৯৭ কোটি ৫০ লাখ টাকার বিশেষ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট নিয়ে একটি সভা হয়। ওই সভায় নির্বাচন সামনে রেখে আনসার সদস্যদের জন্য অস্ত্র ও গোলাবারুদ কিনতে অতিরিক্ত বাজেটের প্রস্তাব উপস্থাপন করে জননিরাপত্তা বিভাগ।
কেন এই নতুন অস্ত্র:
বর্তমানে আনসার সদস্যরা ৩০৩ মি.মি. রাইফেল ব্যবহার করছেন। এর আগেও ভোট কেন্দ্রের নিরাপত্তায় এ অস্ত্রটি ব্যবহৃত হয়েছে।
তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কেন রাইফেলের বদলে শটগান ব্যবহার হবে?
এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে জননিরাপত্তা বিভাগের চিঠিতে।
আকাশ নিউজ ডেস্ক 




















