আকাশ বিনোদন ডেস্ক :
পেশায় একজন ব্যাংকার আজম খান। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেন তিনি। নাটকের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি
আকাশ: বর্তমানে কোন কোন নাটকে অভিনয় করছেন?
আজম খান: এখন মূলত ঈদের নাটকের কাজ শুরু করেছি। কয়েকদিন আগে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন সুর্বণা মুস্তাফা ও মাহফুজ আহমেদ। গতকাল থেকে আরেকটি নাটকের শুটিং শুরু করেছি। এতে আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও নীলাঞ্জনা নীলা। এ নাটকটি পহেলা বৈশাখে প্রচার হবে।
আকাশ: অভিনয়ে কীভাবে যুক্ত হলেন?
আজম খান: ছোটবেলায় কবিতা আবৃত্তি, বিতর্ক- এসব করতাম। এরপর চাকরি জীবনে বিভিন্ন স্পোর্টস, বাণিজ্য এসব টক শো’তে যাওয়া হতো। ওই ধারাবাহিকতায় এক সময় আগ্রহ প্রকাশ করেছিলাম। ২০১৫ সালে ‘দ্য হিরো’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করি।
আকাশ: এখন থেকে কি নিয়মিত অভিনয় করবেন?
আজম খান: হ্যাঁ। ঈদের একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও এরই মধ্যে অভিনয় করেছি।
আকাশ: ব্যাংকে চাকরি, পাশাপাশি অভিনয়ও করেন। দুটোকে সমন্বয় করেন কীভাবে?
আজম খান: আসলে একটা নেশা থেকেই অভিনয় করি। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে শুটিং করেছি। মূলত ছুটির দিনগুলোতেই বেশি কাজ করা হয়। তাই খুব বেশি সমস্যা হয় না।
:আপনি তো বিজ্ঞাপনেও কাজ করছেন…
আজম খান:কয়েকটি নামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছি। সম্প্রতি তানিয়া আহমেদের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছি।
আকাশ:সিনেমায় অভিনয়ের পরিকল্পনা আছে?
আজম খান:সব মাধ্যমে যদি কাজ করার সুযোগ হয় তাহলে তো অবশ্যই ভালো লাগবে। চাকরির সঙ্গে সাংঘর্ষিক যদি না হয় তাহলে অবশ্যই সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে।
আকাশ নিউজ ডেস্ক 























