আকাশ বিনোদন ডেস্ক :
অভিনেতা অহান শেঠির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’ মুক্তি পেয়েছে। এর আগে ১৯৯৭ সালে ‘বর্ডার’ সিনেমা সাড়া ফেলেছিল বক্সঅফিসে। সেই সিনেমায় ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছিলেন সময়ের আলোচিত বলিউড অভিনেতা সুনীল শেঠি। আর ‘বর্ডার ২’ সিনেমায় অভিনয় করলেন তার ছেলে অহান শেঠি। সেনার পোশাকে ছেলেকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীল শেঠি।
‘বর্ডার ২’ সিনেমায় অভিনয় করা খুব সহজ নয়। কাঁধে উঠে আসে বড় দায়িত্ব। ছেলেকে মনে করিয়ে দেন সুনীল। তাই অহানকে বাবার পরামর্শ— আমরা যেন এই উর্দির আসল উদ্দেশ্য কখনো ভুলে না যাই। পাশাপাশি সেনার পোশাকে ছেলেকে দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন এ বর্ষীয়ান অভিনেতা।
সামাজিক মাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে সুনীল লিখেছেন—আজ তোমাকে বলি, ‘বর্ডার’ সিনেমাটা কখনই আমার জন্য শুধু একটা সিনেমা ছিল না। শুটিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেলেও এ সিনেমার অংশ হওয়ার দায়িত্ব আমার কাঁধে থাকত। এত বছর পর, তোমাকে সেনার পোশাকে দেখে মনে হচ্ছে, যেন একটা বৃত্ত পূর্ণ হলো। একে ঠিক নস্টালজিয়া বলা যায় না। নিয়মানুবর্তিতা, ত্যাগ, নীরবতা ও সাহসের কথা মনে করিয়ে দেয় এ সিনেমা।
‘বর্ডার’ ও ‘বর্ডার ২’— এ দুটি সিনেমা থেকেই বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সুনীল শেঠি। সেই সঙ্গে অভিনেতা লিখেছেন—এ সিনেমা মহিমার কথা বলে না। এ সিনেমা যুদ্ধ নিয়েও নয়। এ সিনেমা মনে করিয়ে দেয়— দেশে কেন শান্তি বজায় থাকে।
তিনি বলেন, দেশের সীমান্ত মানে— দেশের শেষপ্রান্ত নয়। দেশের সীমান্ত থেকে আসলে সাহসের সূচনা হয়। কিছু গল্প চোখে দেখা যায় না। সেই গল্পগুলো দেশের শিরদাঁড়ায় থেকে যায়।
উল্লেখ্য, শুক্রবার (২৩ জানুয়ারি) ‘বর্ডার ২’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। আর ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল। এ সিনেমায় অহান শেঠি ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 























