আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমের জন্য অন্যতম শক্তিশালী দল তৈরি করেছে। এরই লক্ষ্যে ৭ এপ্রিল উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ আইপিএল থেকে দুই বছর সাসপেন্ট থাকা চেন্নাই সুপার কিংস। আর দ্বিতীয় দিন ৮ এপ্রিল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে দিল্লি ডেয়ার ডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্চাব।
প্রীতির দলটি ২০১৪ সালে দ্বিতীয় স্থানে শেষ করা এবং উদ্বোধনী মৌসুমে সেমিফাইনালে যাওয়া ছাড়া, পাঞ্জাব বেসড ফ্রাঞ্চাইজি তাদের বাকি আট মৌসুমে তাদের লিগের বাধাও টপকাতে পারে নি। ফলে তারা তাদের ভাগ্য বদলানোর জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে, সে কারণেই তারা আসন্ন মৌসুমে শিরোপা জেতার লক্ষ্যে দলে টেনেছে নামি দামি ক্রিকেটার। অনেকে মনে করেন এবারের আসরে দলটি সবাইকে চমকে দিতে তৈরি। তাই রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে এ বারের আইপিএল জেতার অন্যতম দাবিদার বলা হচ্ছে পঞ্জাবকে। এক নজরে দেখে নেয়া যাক প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবের তারকাদের।
স্কোয়াড:
ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল।
উইকেটকিপার-ব্যাটসম্যান: আকাশদীপ নাথ, লোকেশ রাহুল।
অলরাউন্ডার: ক্রিস গেইল, অক্ষর প্যাটেল, মনজুর দার, মার্কাস স্টনিস, প্রদীপ সাহু, যুবরাজ সিং।
বোলার: রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, বরিন্দর স্রান, বেন ডারশুইস, মায়াঙ্ক ডাগর, মোহিত শর্মা, মুজিব-উর রহমান।
ট্রাম্প কার্ড:
একাদশতম আইপিএলে প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবে চমক হয়ে দেখা দিতে পারেন ক্যারিবিয়ান তারকা,বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস্টোপার হেনরি গেইল। আরো হতে পারেন আফগান তরুণ মুজিব-উর রহমান, লোকেশ রাহুল ও ডেভিড মিলার।
উল্লেখ্য, ২৭ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাদশতম আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























