আকাশ নিউজ ডেস্ক:
বেশির ভাগ ড্রাইভারই নিয়ম মেনে গাড়ি চালাতে চান না। তাদের একটি ভ্রান্ত ধারণা আছে তা হলো গাড়ি চালানোর আবার নিয়ম কি। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সঠিকভাবে গাড়ি চালানোর নিয়ম অবশ্যই আছে। তবে ধৈর্যের কারণে এই কাজটি সঠিকভাবে করতে চান না কেউ। ফলে নির্দিষ্ট সময়ের আগে আপনার সখের গাড়িটির বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর বিপাকে পড়ে যান আপনি।
আপনি জানেন কি। সঠিক নিয়মে গাড়ি চালালে আপনার গাড়ি দীর্ঘস্থায়ী হবে। আসুন ছবিতে দেখে নেই কীভাবে গাড়ি চালাবেন।
- অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না
2. অতিরিক্ত মালামাল বহন করবেন না
3. প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না
4. নির্দিষ্ট গতিতে গাড়ি চালান
5. ধৈর্য ধরে পার্কিং করুণ
6. গাড়ির চাকায় অতিরিক্ত বা কম হাওয়া দেবেন না
7. ব্রেক করার ক্ষেত্রে আগে থেকেই সতর্ক থাকুন
আকাশ নিউজ ডেস্ক 

























