অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে গাড়ির ধাক্কায় চারতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছে। শনিবার রাতে মধ্যপ্রদেশের ইনদৌরে এ ঘটনা ঘটে। নিহতের প্রত্যেকের পরিবারকে ২ লাখ ও নিহতের মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর কলকাতা২৪ এর।
কারও বয়স একশো ছুঁই ছুঁই, কেউ আবার একশো পেরিয়ে গিয়েছে। কলকাতা জুড়ে এমন পুরনো বিপজ্জনক বাড়ির সংখ্যা নেহাত কম নয়। শহরের ব্যস্ত রাস্তার পাশেও এমন বাড়ির দেখাও মেলে। বাড়ির গায়ে ‘বিপজ্জনক বাড়ি’ তকমা সাঁটাও থাকে। সেখানেই মানুষ বাস করছে, অনেক জায়গায় বাড়ির নিচ দিয়ে যাচ্ছে পথচারীরা, পাশ দিয়ে চলছে গাড়ি।
মাঝেমধ্যে এমনই বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি শহরের অধিকাংশ পুরনো বাড়ির মালিকদের। আইনি বাঁধায় পুরসভাও নিজে থেকে বাড়ি ভাঙতে পারে না। ফলে, কলকাতার বিপজ্জনক বাড়ি নিজের মতো করেই ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পুরনো বাড়ি নিয়ে এই ঝুঁকি কতটা প্রাণঘাতী হতে পারে, মধ্যপ্রদেশের একটি ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।
মধ্যপ্রদেশের ইনদৌরে একটি গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে একটি চারতলা বাড়ি। জানা গেছে, শনিবার রাতে একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে বাড়িটিতে। সঙ্গে সঙ্গেই ভেঙে যায় বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বাড়ির বাসিন্দারা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের।
এলাকাবাসীর দাবি, বাড়িটি অন্তত ৫০ বছরের পুরনো। এত পুরনো হওয়ায় জরাজীর্ণ অবস্থায় ছিল বাড়িটি। ওই বাড়িটির তিনতলায় একটি হোটেল ছিল বলে খবর। দুর্ঘটনার পরেই অবশ্য বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলতে শুরু করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও লাশ আছে কি না, খোঁজ চলছে তারও।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান দুর্ঘটনায় ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
https://www.youtube.com/watch?v=blT08aejOBU
আকাশ নিউজ ডেস্ক 






















