অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ নগ্ন মূর্তিটি নিলামে তোলা হচ্ছে। নিউ জার্সি রাজ্যের জুলিয়েন’স অকশনের পক্ষ থেকে এ নিলামের ঘোষণা দেয়া হয়েছে।
নিলামে মূর্তিটির অন্তত ৩০ হাজার ডলার দাম উঠবে বলে মনে করা হচ্ছে। নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউসে আগামী ২ মে এই নিলাম হবে। এই অকশন হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামে ট্রাম্পের এই মূর্তির জন্য ৩০ হাজার মার্কিন ডলার দর উঠবে বলে আশা করা হচ্ছে। খবর নিউজ উইকের।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল, ক্লিভল্যান্ড ও লস অ্যাঞ্জলেসে প্রকাশ্যে ট্রাম্পের এই নগ্ন মূর্তিগুলো তৈরি করেন একদল শিল্পী।
ইনডেকলাইন নামে একটি সংগঠন এমন কাণ্ড ঘটায়। হঠাৎই নগ্ন এসব মূর্তি দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়। সেলফি ও ছবি তুলে মজা করতে শুরু করে এলাকাবাসী। একটি বাদে সবক’টি মূর্তি ভেঙে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গেছে।
শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাটি ও সিলিকন দিয়ে তৈরি ওই মূর্তি। এর আগে ২০১৬ সালের অক্টোবরে এরকম একটি মূর্তি ২২ হাজার ডলারে বিক্রি হয়েছে।
এবার লাইবেরিয়ানদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার লাইবেরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন। হাজার হাজার লাইবেরীয় অভিবাসীর অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন।
বুধবার এএফপি এ খবর দিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনিক নির্দেশে আড়াই লাখ সালভাদর, হাইতিয়ান ও নিকারাগুয়ান নাগরিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়েছে।
১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ চলাকালে বেশকিছু লাইবেরিয়ান নাগরিক দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র তাদের অস্থায়ী সুরক্ষিত অবস্থা প্রদান করে দেশটিতে নিরাপদে থাকার অনুমতি দিয়েছিল।
১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১০ হাজার লাইবেরিয়ান নাগরিককে ডিভার্ডস ইনফোর্সড ডিপারচার (ডিইডি) প্রোগ্রামের আওতায় এনে নতুনভাবে বসবাসের সুযোগ দিয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















