অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় রহস্যজনকমৃত্যুর শিকার গৃহকর্মী লাইলী আক্তারের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিছু পরীক্ষার জন্য মৃত নারীর শরীর থেকে টিস্যুসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি মৃত্যু না আত্মহত্যা তা নির্দিষ্ট করে বলা যাবে।
শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে গিয়ে গৃহকর্মী লাইলী আকতার (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার গৃহকর্তা মঈন উদ্দিন। যদিও নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, লাইলী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু গৃহকর্তা মঈন উদ্দিন এটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
লাইলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় লোকজন বনশ্রীতে গৃহকর্তার বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বনশ্রী। এ ঘটনায় থানায় দুটি মামলা করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 




















