ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বেড রুম ছাড়াও সেক্সের আরও কয়েকটি আদর্শ স্থানের হদিশ

আকাশ নিউজ ডেস্ক:

আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি অ্যাডভেঞ্চার প্রিয়? সেক্স-এর ব্যাপারে এক্সপেরিমেন্টাল? কিন্তু পছন্দ করেন গোপনীয়তাও? তাহলে শুধু কেন নিজেদের বেডরুমের চার দেওয়ালে আটকে রাখবেন। জেনে নিন আর কোথায় কোথায় লুকিয়ে আছে ভালবাসার ভাল-বাসা।

রান্নাঘর- যদি বাড়িতে শুধু আপনারা দুজন থাকেন, তাহলে রান্নাঘর হতে পারে লভ মেকিংয়ের একসাইটিং অপশন। তাজা ফলাহার আপনার মেজাজ আরও ফুরফুরে করে দিতে পারে।

স্টোররুম- এমনিতে অবাঞ্চিত জিনিসপত্র জড় করতে স্টোররুমকে ব্যবহার করা হয়। তবে সেক্সের জন্য স্টোর রুমের তুলনা নেই। কারণ- নির্জনতা।

পাবলিক রেস্ট রুম- এটা খানিক রিস্কি তবে অ্যাডভেঞ্চারে ভরপুর। ধরুণ ঘুরতে বেড়িয়েছেন পার্টনারের সঙ্গে, কিন্তু আপনাদের দুজনেরই তখন মিলিত হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে পাবলিক রেস্ট রুম ট্রাই করা যেতে পারে।

চেঞ্জিং রুম- যদি ইউনিসেস্ক চ্যাঞ্জিং রুম হাতের কাছে মেলে, তাহলে সেই সূবর্ণ সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না।

সিনেমা হল- সিনেমা হলে ভালবাসা-বাসির ট্র্যাডিশন পুরনো। অন্ধকারের থেকে ভাল অপশন আর কী বা হতে পারে।

পার্কিং লট- সেক্সের জন্য পার্কিং লটের থেকে ভাল আর কী হতে পারে? নিজেদের গোপন সময় কাটানোর অন্যতম আদর্শ স্থান পার্কিং লট।

ছাদ- খোলা আকাশের নীচে নিজেদের ভালবাসায় ভরিয়ে দিন। রাতের নিস্তব্ধতায় তারাদের প্রেমের সঙ্গি করুন।

সেক্স জীবনের চাহিদা। কিন্তু সব সময় মাথায় রাখবেন সম্মতিহীন বলপূর্বক সেক্স যে কোনও ক্ষেত্রেই অপরাধ। অন্যদের শরীর ও মনকে সম্মান জানান। দেখবেন আপনার জীবনের অন্যতম বেসিক এই চাহিদা আনন্দের হয়ে উঠবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেড রুম ছাড়াও সেক্সের আরও কয়েকটি আদর্শ স্থানের হদিশ

আপডেট সময় ০১:২৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি অ্যাডভেঞ্চার প্রিয়? সেক্স-এর ব্যাপারে এক্সপেরিমেন্টাল? কিন্তু পছন্দ করেন গোপনীয়তাও? তাহলে শুধু কেন নিজেদের বেডরুমের চার দেওয়ালে আটকে রাখবেন। জেনে নিন আর কোথায় কোথায় লুকিয়ে আছে ভালবাসার ভাল-বাসা।

রান্নাঘর- যদি বাড়িতে শুধু আপনারা দুজন থাকেন, তাহলে রান্নাঘর হতে পারে লভ মেকিংয়ের একসাইটিং অপশন। তাজা ফলাহার আপনার মেজাজ আরও ফুরফুরে করে দিতে পারে।

স্টোররুম- এমনিতে অবাঞ্চিত জিনিসপত্র জড় করতে স্টোররুমকে ব্যবহার করা হয়। তবে সেক্সের জন্য স্টোর রুমের তুলনা নেই। কারণ- নির্জনতা।

পাবলিক রেস্ট রুম- এটা খানিক রিস্কি তবে অ্যাডভেঞ্চারে ভরপুর। ধরুণ ঘুরতে বেড়িয়েছেন পার্টনারের সঙ্গে, কিন্তু আপনাদের দুজনেরই তখন মিলিত হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে পাবলিক রেস্ট রুম ট্রাই করা যেতে পারে।

চেঞ্জিং রুম- যদি ইউনিসেস্ক চ্যাঞ্জিং রুম হাতের কাছে মেলে, তাহলে সেই সূবর্ণ সুযোগ ভুলেও হাতছাড়া করবেন না।

সিনেমা হল- সিনেমা হলে ভালবাসা-বাসির ট্র্যাডিশন পুরনো। অন্ধকারের থেকে ভাল অপশন আর কী বা হতে পারে।

পার্কিং লট- সেক্সের জন্য পার্কিং লটের থেকে ভাল আর কী হতে পারে? নিজেদের গোপন সময় কাটানোর অন্যতম আদর্শ স্থান পার্কিং লট।

ছাদ- খোলা আকাশের নীচে নিজেদের ভালবাসায় ভরিয়ে দিন। রাতের নিস্তব্ধতায় তারাদের প্রেমের সঙ্গি করুন।

সেক্স জীবনের চাহিদা। কিন্তু সব সময় মাথায় রাখবেন সম্মতিহীন বলপূর্বক সেক্স যে কোনও ক্ষেত্রেই অপরাধ। অন্যদের শরীর ও মনকে সম্মান জানান। দেখবেন আপনার জীবনের অন্যতম বেসিক এই চাহিদা আনন্দের হয়ে উঠবে।