অাকাশ জাতীয় ডেস্ক:
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আজ (বুধবার) বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট থেকে তারা বাসায় ফিরতে পারবেন।
এ তিনজনই বর্তমানে সুস্থ এবং তাদের শারীরিক অবস্থা ভালো হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে বলে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানিয়েছেন। সুস্থ হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে বলে নিজের খুশিও প্রকাশ করেন বার্ন ইউনিটের এ সমন্বয়ক।
এছাড়া একই দুর্ঘটনায় আহত আলমুন নাহার এ্যানি শাহরীনকে ছাড়পত্র দিতে সময় লাগবে বলে জানা গেছে। এ্যানি ট্রমায় ভুগছেন এবং শাহরীনের পিঠে অস্ত্রোপচার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















