অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানে নিজের চার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাবা। গত সোমবার পাঞ্জাব প্রদেশের খাম্বি মেরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় মোহম্মদ আইয়ুব নামে ৫৭ বছরের সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় যখন স্ত্রী বাড়িতে ছিলেন না সে সময় তাদের দু’কামরার বাড়ির একটি ঘরে চার ভাইবোন একসঙ্গে খেলছিল। হঠাৎ সেখানে গিয়ে কুড়াল দিয়ে পরপর চার সন্তানকে কোপাতে থাকে আইয়ুব। ঘটনাস্থলেই মারা যায় ১৪ বছরের কিশোর আলি শান, তার ১০ এবং ৯ বছরের দুই বোন নাদিয়া এবং ইশা এবং ৮ বছরের সব চেয়ে ছোট ভাই আয়মান।
সেই শিশুদের কান্না শুনে প্রতিবেশিরা ছুটে যান বাড়ির ভিতর। তারা আইয়ুবের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দেন। আইয়ুব মানসিকভাবে অসুস্থ না কি সেই বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় খাম্বি মেরা গ্রামে শোকের ছায়া নেমেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















