অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণাঞ্চল তায়েফ শহরে ঐতিহ্যবাহী কোরাইশ গোত্রের উত্তরাধিকারীদের এবং প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রা. এর ঘরবাড়ি ভেঙ্গে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ নিয়ে তায়েফে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে সাধারণ সৌদি নাগরিকরাও যোগ দিয়ে প্রসাশনের এ পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। বিক্ষোভের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিক্ষোভকারীরা বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভাইরালকৃত এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাদের বঞ্চিত হওয়ার কথা বলছেন। তারা দাবি করছেন, এ ঘরবাড়ির জমি ঐতিহ্যবাহী কুরাইশদের থেকে চলে আসছে। এবং বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রা. এর বংশদের জমি। এটার প্রকৃত মালিক তারাই।
তবে কেউ কেউ দাবি করছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দিবে। উল্লেখ্য, তায়েফ শহরে রাষ্ট্রীয় জমিতে অবৈধ ব্যবহার বন্ধ করতে কয়েক মাস যাবৎ উচ্ছেদ অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 




















