অাকাশ জাতীয় ডেস্ক:
যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার সকালে কেরাণীগঞ্জ উপজেলা মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যে অপশক্তিকে প্রতিহত করতে হবে। কেউ অংশগ্রহণ করুক বা না করুক সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা।
এ সময় কামরুল ইসলাম বলেন, উন্নয়নশীল দেশে রূপান্তর এটাকে অনেকেই স্বীকার করতে চায় না। বরং তারা ব্যঙ্গ বিদ্রূপ করছে। বিভিন্ন ভাবে কটাক্ষ করার চেষ্টা করছে। তারা যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন সময় না আসতে পারে তার জন্যে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। এরা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা আবার মুখ থুবড়ে পরবে। এদেরকে আগামী নির্বাচন অবশ্যই প্রতিহত করতে হবে। যে কোন মূল্যে এদেরকে পরাজিত করতে হবে।
এ ছাড়া তিনি আরও বলেন, কোন নেত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা জনগণের দেখার বিষয় নয়। যথা সময়ে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই যারা আগুন সন্ত্রাস করে, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ গণরায় হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















