ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

গণহত্যা স্মরণে সোডা, কোডা, ইউডার নানা আয়োজন

অাকাশ জাতীয় ডেস্ক:

পথচিত্র অঙ্কন ও সম্মিলিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে গণহত্যা দিবস স্মরণ করলো স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)।

রবিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান পালিত হয়। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর রাতব্যাপী চলে পথচিত্র অঙ্কন।

‘সিফাদ ফাউন্ডেশন’ ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান (সোডা, কোডা, ইউডা ও সমতা) আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। এ সময় তারা প্রায় এক যুগ ধরে সোডা, কোডা ও ইউডা’র পক্ষ থেকে গণহত্যা দিবসকে স্মরণ করার এ প্রয়াসের প্রশংসা করেন এবং এ অনুষ্ঠানকে বিশ্বব্যাপী পালনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। এই দিবসকে কেবল নিজেরা পালন করলেই হবে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটি পালন করার ব্যবস্থা করতে হবে।’

শিল্পী ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘এই দিনের পাশবিকতা আমি প্রত্যক্ষ করেছি। আগুন নিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বোমা-বারুদ দিয়ে জ্বালানো, পোড়ানো হচ্ছে। সব দেখেছি। হানাদার বাহিনী ভেবেছিল, এই হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশি মানুষকে নিবৃত্ত করতে পারবে। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এ দেশের মানুষ। গণমানুষের এই রক্তের প্রতিদান আজকের স্বাধীন বাংলাদেশ। আমাদের উচিত তাদের আত্মত্যাগ স্মরণ করা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৯৯৪ সালে দীর্ঘ পথচিত্রাঙ্কনে গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি শিল্পী রুহুল আমিন কাজল, শিল্পী আব্দুল মান্নান এবং ‘সিফাদ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খানসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিশ্ববিদ্যালয়য়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন পুরনো শিক্ষার্থীরাও।

সন্ধ্যার পর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাধীনতা ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন চলচিত্র ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী ইউডা’র সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাব্বী, বাসুদেব শিকদারসহ আরও অনেকে। এরপর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে স্মরণ করা হয় ২৫ মার্চ রাতে নিহত শহীদদের। রাত ১২টা ২০ মিনিটে উপস্থিত সর্বস্তরের জনগণ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত।

২৫ মার্চ গণহত্যা দিবসটি নিয়মিত পালন করে আসছে ‘সিফাদ ফাউন্ডেশন’ ও এর অঙ্গপ্রতিষ্ঠান সোডা, কোডা, ইউডা ও সমতা। প্রতি বছরের মতো এবারও বর্তমান-সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যব্যক্তিত্ব, দেশ বরেণ্য চিত্রশিল্পী, সংগীত শিল্পীসহ সমাজের সব স্তরের জনগণের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সার্বজনীন রূপ পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

গণহত্যা স্মরণে সোডা, কোডা, ইউডার নানা আয়োজন

আপডেট সময় ১২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পথচিত্র অঙ্কন ও সম্মিলিত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে গণহত্যা দিবস স্মরণ করলো স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)।

রবিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান পালিত হয়। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর রাতব্যাপী চলে পথচিত্র অঙ্কন।

‘সিফাদ ফাউন্ডেশন’ ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান (সোডা, কোডা, ইউডা ও সমতা) আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। এ সময় তারা প্রায় এক যুগ ধরে সোডা, কোডা ও ইউডা’র পক্ষ থেকে গণহত্যা দিবসকে স্মরণ করার এ প্রয়াসের প্রশংসা করেন এবং এ অনুষ্ঠানকে বিশ্বব্যাপী পালনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। এই দিবসকে কেবল নিজেরা পালন করলেই হবে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটি পালন করার ব্যবস্থা করতে হবে।’

শিল্পী ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘এই দিনের পাশবিকতা আমি প্রত্যক্ষ করেছি। আগুন নিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বোমা-বারুদ দিয়ে জ্বালানো, পোড়ানো হচ্ছে। সব দেখেছি। হানাদার বাহিনী ভেবেছিল, এই হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশি মানুষকে নিবৃত্ত করতে পারবে। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এ দেশের মানুষ। গণমানুষের এই রক্তের প্রতিদান আজকের স্বাধীন বাংলাদেশ। আমাদের উচিত তাদের আত্মত্যাগ স্মরণ করা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৯৯৪ সালে দীর্ঘ পথচিত্রাঙ্কনে গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি শিল্পী রুহুল আমিন কাজল, শিল্পী আব্দুল মান্নান এবং ‘সিফাদ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খানসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিশ্ববিদ্যালয়য়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন পুরনো শিক্ষার্থীরাও।

সন্ধ্যার পর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাধীনতা ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন চলচিত্র ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী ইউডা’র সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাব্বী, বাসুদেব শিকদারসহ আরও অনেকে। এরপর মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে স্মরণ করা হয় ২৫ মার্চ রাতে নিহত শহীদদের। রাত ১২টা ২০ মিনিটে উপস্থিত সর্বস্তরের জনগণ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত।

২৫ মার্চ গণহত্যা দিবসটি নিয়মিত পালন করে আসছে ‘সিফাদ ফাউন্ডেশন’ ও এর অঙ্গপ্রতিষ্ঠান সোডা, কোডা, ইউডা ও সমতা। প্রতি বছরের মতো এবারও বর্তমান-সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যব্যক্তিত্ব, দেশ বরেণ্য চিত্রশিল্পী, সংগীত শিল্পীসহ সমাজের সব স্তরের জনগণের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সার্বজনীন রূপ পায়।