অাকাশ জাতীয় ডেস্ক:
বেগম খালেদা জিয়ার দণ্ড বাড়ানোর আবেদন করায় দুর্নীতি দমন কমিশন-দুদকের সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী জয়নুল আবেদিন। তার দাবি, দুদক এই আবেদন করেছে সরকারের নির্দেশে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন. ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের উৎসাহে দুদক এই আপিলটি করেছ। দুদক তার নিজস্ব এখতিয়ারে এই আপিল দায়ের করেছে বলে আমি মনে করি না।’
‘মনে হচ্ছে, সরকার এ বিষয়ে দুদককে চাপ দিচ্ছে। চাপ দিয়ে এই আপিল করিয়েছে।’
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন বিএনপি নেত্রী। আর এই মামলার পেপার বুক চার মাসের মধ্যে তৈরির নির্দেশ এসেছে হাইকোর্টের পক্ষ থেকে।
এর মধ্যে আজ রবিবার খালেদা জিয়ার সাজা বাড়াতে উচ্চ আদালতে আবেদন করেছে দুদক।
এর প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন এই আবেদনটি প্রত্যাহার করে নিতে দুদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জয়নুল দুদকের উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে থাকুন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকুন। রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অহেতুক মামলা করবেন না।’
খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘বিচার বিভাগের ওপর সরকার বিভিন্নভাবে হস্তক্ষেপ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।… মানুষ মনে করে, এ দেশের কোথাও কোনো আদালতে বিচার না পেলেও এই আদালতে (সুপ্রিম কোর্টে) এলে তারা অন্তত বিচার পাবেন। কিন্তু সেই বিচার থেকে আজ তারা বারবার বঞ্চিত হচ্ছে।’
‘আইনজীবীরাও তাদের নিজেদের দায়িত্ব, মক্কেলদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না। তার কারণ, আদালতগুলো সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়ের কথা তুলে ধরে জয়নুল বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে, যদি নিরপেক্ষভাবে দেশের মানুষ ভোট দিতে পারে তবে দেশের সর্বোচ্চ আদালতে যে ফলাফল হয়েছে সেই ফলাফলই সারা বাংলাদেশে হবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















