ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশজুড়ে পাঠাতেন তারা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেন (৪০), মো. কালাম হোসেন (৩৬), মো. ইসমাইল (৩০) এবং মো. দেলোয়ার হোসেন (২০)।

রবিবার দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, রাজধানীর উত্তরা-পূর্ব থানার আট নম্বর সেক্টরের আলাউল এভিনিউ, পোস্টাল কোয়ার্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান ফটক থেকে ৩০ গজ উত্তর-পশ্চিম দিকে একটি ফাঁকা মাঠে পাইকারি মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকদ্রব্য সরবরাহের জন্য অপেক্ষা করছিলেন তারা। র‌্যাবের আভিযানিক দলটি অভিযান চালিয়ে ওই ফাঁকা মাঠে অবস্থানরত মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ওই মাইক্রোবাসসহ পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে ওই মাইক্রোবাস তল্লাশি করা হয়। গাড়ির চালকের বামপাশে দ্বিতীয় আসনের পেছনে ফ্লোর চেসিস কেটে তৈরিকৃত বক্সে সুকৌশলে লুকানো অবস্থায় একটি শপিং ব্যাগ ও একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এতে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাদের সবার দেহ তল্লাশি করে মাদক বিক্রির ১৯ হাজার ৮৮১ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ইয়াবা ট্যাবলেট সরবরাহের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের ওই সূত্রটি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধার হওয়ার ইয়াবা ট্যাবলেটের চালানটি রাকিব মেম্বার ও বখতিয়ারের (লবণ চাষি) কাছ থেকে সংগ্রহ করে অপর আসামি মামুনের মাইক্রোবাসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সহযোগিতায় কক্সবাজার থেকে এইরূপ মাদকদ্রব্যের চালান এনে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ, বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশজুড়ে পাঠাতেন তারা

আপডেট সময় ০৮:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেন (৪০), মো. কালাম হোসেন (৩৬), মো. ইসমাইল (৩০) এবং মো. দেলোয়ার হোসেন (২০)।

রবিবার দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, রাজধানীর উত্তরা-পূর্ব থানার আট নম্বর সেক্টরের আলাউল এভিনিউ, পোস্টাল কোয়ার্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান ফটক থেকে ৩০ গজ উত্তর-পশ্চিম দিকে একটি ফাঁকা মাঠে পাইকারি মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকদ্রব্য সরবরাহের জন্য অপেক্ষা করছিলেন তারা। র‌্যাবের আভিযানিক দলটি অভিযান চালিয়ে ওই ফাঁকা মাঠে অবস্থানরত মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ওই মাইক্রোবাসসহ পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে ওই মাইক্রোবাস তল্লাশি করা হয়। গাড়ির চালকের বামপাশে দ্বিতীয় আসনের পেছনে ফ্লোর চেসিস কেটে তৈরিকৃত বক্সে সুকৌশলে লুকানো অবস্থায় একটি শপিং ব্যাগ ও একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এতে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাদের সবার দেহ তল্লাশি করে মাদক বিক্রির ১৯ হাজার ৮৮১ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ইয়াবা ট্যাবলেট সরবরাহের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের ওই সূত্রটি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধার হওয়ার ইয়াবা ট্যাবলেটের চালানটি রাকিব মেম্বার ও বখতিয়ারের (লবণ চাষি) কাছ থেকে সংগ্রহ করে অপর আসামি মামুনের মাইক্রোবাসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সহযোগিতায় কক্সবাজার থেকে এইরূপ মাদকদ্রব্যের চালান এনে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ, বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সুমন মিয়া ওরফে ফিসাইন সুমন ওরফে মনোয়ার হোসেনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে।