আকাশ স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফি শেষ করে শ্রীলঙ্কা থেকে সরাসরি পাকিস্তানে চলে যান টাইগার ওপেনার তামিম ইকবাল। লাহোরে গত ২০ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির হয়ে খেলেন তিনি। এই ম্যাচে ব্যাট করলেও হাঁটুর ইনজুরির কারণে ফিল্ডিং করতে পারেননি তিনি।
ইনজুরির কারণে পেশোয়ার জালমির পরবর্তী ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি। চিকিৎসার জন্য তামিম ইকবাল চলে যান ব্যাংককে। জানা গেছে, ব্যাংকক থেকেই আগামীকাল দেশে ফিরবেন তামিম ইকবাল।
আগামীকালই অনুষ্ঠিত হবে পিএসএলের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। রবিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। কিন্তু এই ম্যাচে তামিম ইকবাল অংশ নিতে পারবেন না।
আকাশ নিউজ ডেস্ক 























