অাকাশ জাতীয় ডেস্ক:
তিন সহপাঠীকে র্যাব ধরে নেওয়ার খবরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরসহ কয়েকটি হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী টিএসসি ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ করে।
এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে তাদের তিন সহপাঠীর মুক্তি দাবি করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















