ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরিকল্পনা করে কোনো কাজ করিনি

আকাশ বিনোদন ডেস্ক:

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও এখন নিয়মিত অভিনয় করছেন সোহানা সাবা। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কলকাতার ছবিতেও অভিনয় করছেন। এসব ছবি ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* সম্প্রতি ‘পাপ কাহিনী’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবিটি কেমন হবে বলে আপনার ধারণা?

** এটিকে বাণিজ্যিক ছবিই বলা যায়। তবে সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হবে এটি। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ ছবিতে আমার চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করছি। আমি যে রকম গল্পে কাজ করতে চাই এটি সে রকমই একটি ছবি। ২৮ এপ্রিল থেকে এর শুটিং শুরু হবে।

* ‘আব্বাস’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন। এর অগ্রগতি কতদূর?

** সাইফ চন্দন পরিচালিত এ ছবির শুটিং আর মাত্র দুই দিন করলেই শেষ হবে। এর মধ্যে গানের কাজও বাকি আছে।

* এ ছবি নিয়ে আপনার আশাবাদ কতটুকু?

** আমি যে কাজ করি সেটা ভালোবাসার জায়গা থেকে করি। এ ছবিটাও সে রকমই। ‘আয়না’ ছবিতে অভিনয়ের পর থেকে প্রচুর বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। এটা যেহেতু করেছি, অতএব এর পেছনে বিশেষ কারণ তো অবশ্যই আছে। ভালোলাগা অবশ্যই আছে। এ ছবিতে প্রথমবারের মতো অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। এ ছাড়া মজার কিছু অভিজ্ঞতাও আছে।

* কলকাতার একটি ছবিতে অভিনয় করার কথা শোনা গেছে। এর খবর কী?

** হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘এপার ওপার’ ছবিতে অভিনয় করব। এর শুটিংয়ের জন্য চলতি মাসেই কলকাতায় যাওয়ার কথা ছিল। তবে অন্য একটি কারণে কলকাতা যাত্রা পিছিয়ে যায়। ওখানে এটা আমার দ্বিতীয় ছবি।

* নাটকে অভিনয় কি নিয়মিত করছেন?

** হ্যাঁ, এক ঘণ্টার নাটকে নিয়মিতই অভিনয় করছি। তবে ধারাবাহিক নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। এখন শুধু দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছি। এটা নিয়ে বলা যায় একটু ব্যস্তই আছি।

* সিনেমা ও নাটক- দুটোই কি তাহলে সমান্তরালভাবে চলবে?

** আসলে এখন পর্যন্ত পরিকল্পনা করে কোনো কাজ করিনি। আমার পছন্দ অনুযায়ী কাজেই নিজেকে যুক্ত করেছি। সামনের সময়গুলোতে এভাবেই এগিয়ে যেতে চাই।

* আপনি তো নৃত্যশিল্পীও। নৃত্যচর্চা কেমন চলছে?

** নাচ এখন সেই অর্থে করছি না। স্পেশাল ও কিছু কর্পোরেট শো করি মাঝে মধ্যে। নিয়মিত নৃত্যচর্চা না করলেও এটা আমার রক্তে মিশে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পনা করে কোনো কাজ করিনি

আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও এখন নিয়মিত অভিনয় করছেন সোহানা সাবা। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কলকাতার ছবিতেও অভিনয় করছেন। এসব ছবি ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* সম্প্রতি ‘পাপ কাহিনী’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবিটি কেমন হবে বলে আপনার ধারণা?

** এটিকে বাণিজ্যিক ছবিই বলা যায়। তবে সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হবে এটি। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ ছবিতে আমার চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করছি। আমি যে রকম গল্পে কাজ করতে চাই এটি সে রকমই একটি ছবি। ২৮ এপ্রিল থেকে এর শুটিং শুরু হবে।

* ‘আব্বাস’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন। এর অগ্রগতি কতদূর?

** সাইফ চন্দন পরিচালিত এ ছবির শুটিং আর মাত্র দুই দিন করলেই শেষ হবে। এর মধ্যে গানের কাজও বাকি আছে।

* এ ছবি নিয়ে আপনার আশাবাদ কতটুকু?

** আমি যে কাজ করি সেটা ভালোবাসার জায়গা থেকে করি। এ ছবিটাও সে রকমই। ‘আয়না’ ছবিতে অভিনয়ের পর থেকে প্রচুর বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। এটা যেহেতু করেছি, অতএব এর পেছনে বিশেষ কারণ তো অবশ্যই আছে। ভালোলাগা অবশ্যই আছে। এ ছবিতে প্রথমবারের মতো অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। এ ছাড়া মজার কিছু অভিজ্ঞতাও আছে।

* কলকাতার একটি ছবিতে অভিনয় করার কথা শোনা গেছে। এর খবর কী?

** হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘এপার ওপার’ ছবিতে অভিনয় করব। এর শুটিংয়ের জন্য চলতি মাসেই কলকাতায় যাওয়ার কথা ছিল। তবে অন্য একটি কারণে কলকাতা যাত্রা পিছিয়ে যায়। ওখানে এটা আমার দ্বিতীয় ছবি।

* নাটকে অভিনয় কি নিয়মিত করছেন?

** হ্যাঁ, এক ঘণ্টার নাটকে নিয়মিতই অভিনয় করছি। তবে ধারাবাহিক নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। এখন শুধু দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছি। এটা নিয়ে বলা যায় একটু ব্যস্তই আছি।

* সিনেমা ও নাটক- দুটোই কি তাহলে সমান্তরালভাবে চলবে?

** আসলে এখন পর্যন্ত পরিকল্পনা করে কোনো কাজ করিনি। আমার পছন্দ অনুযায়ী কাজেই নিজেকে যুক্ত করেছি। সামনের সময়গুলোতে এভাবেই এগিয়ে যেতে চাই।

* আপনি তো নৃত্যশিল্পীও। নৃত্যচর্চা কেমন চলছে?

** নাচ এখন সেই অর্থে করছি না। স্পেশাল ও কিছু কর্পোরেট শো করি মাঝে মধ্যে। নিয়মিত নৃত্যচর্চা না করলেও এটা আমার রক্তে মিশে আছে।