আকাশ বিনোদন ডেস্ক:
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি উদযাপন করতে এরই মধ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেনের সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে তথ্যমন্ত্রীকে প্রধান উপদেষ্টা এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে চেয়ারম্যান করে দশ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
নতুন গঠিত এ কমিটি নিয়ে পরে বেশ কয়েকটি মিটিং হয়। সর্বশেষ ১৫ মার্চ কমিটির সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হয়।
এতে ‘চলচ্চিত্র দিবস ২০১৮’ যেন যথাযোগ্য মর্যাদায় আনন্দঘন পরিবেশে পালিত হয় সে জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।
আকাশ নিউজ ডেস্ক 
























