ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

জাতীয় দল নয়, আশরাফুলের ভাবনায় বিপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা লিগের সর্বশেষ ৯ ম্যাচে তিন সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রাইম দোলেশ্বর, অগ্রণী ব্যাংক ও মোহামেডানের বিপক্ষে ১০৪, ১০২ ও ১২৭ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

ক্যারিয়ারে এই প্রথম এক মৌসুমে তিন সেঞ্চুরি করেছেন দেশের অন্যতম তারকা এ ক্রিকেটার। এত কিছুর পরও জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন না আশরাফুল। বরং তিনি তাকিয়ে আছেন সামনের বিপিএলের দিকে। সেখানে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে চান এ অলরাউন্ডার।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এখনও নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত মনে করছি না। আমি হয়তো তিনটা সেঞ্চুরি করেছি, তবে আমাকে ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। আমি বিপিএলের জন্য অপেক্ষা করছি। সেখানে নিয়মিত পারফর্ম করতে পারলে তখন বলা যাবে জাতীয় দলের জন্য প্রস্তুত।’

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। ম্যাচ ফিক্সিংয়ের সেই শাস্তি কাটিয়ে এখন তিনি মুক্ত। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। ৩৪ বছর বয়সেও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার।

আশরফুল বলেন, ‘বয়স আসলে কোনো ফ্যাক্ট নয়। আমি যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি তা হলে সুযোগ আসবেই। সেই অপেক্ষায় আছি। চেষ্টা থাকবে ফিটনেস ঠিক রেখে নিয়মিত খেলে যাওয়ার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় দল নয়, আশরাফুলের ভাবনায় বিপিএল

আপডেট সময় ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা লিগের সর্বশেষ ৯ ম্যাচে তিন সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রাইম দোলেশ্বর, অগ্রণী ব্যাংক ও মোহামেডানের বিপক্ষে ১০৪, ১০২ ও ১২৭ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

ক্যারিয়ারে এই প্রথম এক মৌসুমে তিন সেঞ্চুরি করেছেন দেশের অন্যতম তারকা এ ক্রিকেটার। এত কিছুর পরও জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন না আশরাফুল। বরং তিনি তাকিয়ে আছেন সামনের বিপিএলের দিকে। সেখানে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে চান এ অলরাউন্ডার।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এখনও নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত মনে করছি না। আমি হয়তো তিনটা সেঞ্চুরি করেছি, তবে আমাকে ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। আমি বিপিএলের জন্য অপেক্ষা করছি। সেখানে নিয়মিত পারফর্ম করতে পারলে তখন বলা যাবে জাতীয় দলের জন্য প্রস্তুত।’

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। ম্যাচ ফিক্সিংয়ের সেই শাস্তি কাটিয়ে এখন তিনি মুক্ত। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। ৩৪ বছর বয়সেও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার।

আশরফুল বলেন, ‘বয়স আসলে কোনো ফ্যাক্ট নয়। আমি যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি তা হলে সুযোগ আসবেই। সেই অপেক্ষায় আছি। চেষ্টা থাকবে ফিটনেস ঠিক রেখে নিয়মিত খেলে যাওয়ার।’