ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

পাকিস্তানে গেলেই ২৫ হাজার ডলার করে পাবেন গেইলরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোমগ্রাউন্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে সরফরাজদের।

তবে সন্ত্রাসকবলিত দেশটিতে গেইলরা খেলতে যাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে! এ পরিস্থিতিতে দলের প্রত্যেক খেলোয়াড়কে ২৫ হাজার ডলার করে প্রণোদনা দেয়ার অফার দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এখন চলছে বিশ্বকাপ বাছাইপর্ব। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়েতে রয়েছেন গেইলরা। সুপার সিক্সে দুই ম্যাচ জিতে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছেন তারা। বাছাইপর্ব শেষেই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করবে সিডব্লিউআই।

সফরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১, ২ ও ৩ এপ্রিল। সব ম্যাচই হবে করাচিতে। ম্যাচগুলোতে অংশ নিলে ৭০ শতাংশ বেশি অর্থ পাবেন গেইল-লুইসরা, যা নির্ধারিত বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ অর্থ দিতে চাইলেও আসলে তা দিচ্ছে পাকিস্তান। কারণ আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে (এফটিপি) সিরিজটি হবে।

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, দেশের মাটিতে আরও ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। আগামী পিএসএলের অর্ধেক ম্যাচ ঘরের মাঠে খেলার চিন্তা করছে পিসিবি। পাশাপাশি এফটিপিভুক্ত দ্বিপক্ষীয় সিরিজগুলো সেখানেই খেলতে চায় তারা। সামনের মাসে আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে। এ জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। দেশটিতে ক্রিকেট ফেরাতে আমরাও দুহাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করছি।

২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয় টিম শ্রীলংকা। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাত) ঘরের ম্যাচগুলো খেলে আসছে পাকিস্তান।

যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে এবং নিকট অতীতে বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলংকা সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে খেলে এসেছে। সব ম্যাচই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোর প্রচেষ্টা চালাচ্ছে পিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

পাকিস্তানে গেলেই ২৫ হাজার ডলার করে পাবেন গেইলরা

আপডেট সময় ০৪:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোমগ্রাউন্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে সরফরাজদের।

তবে সন্ত্রাসকবলিত দেশটিতে গেইলরা খেলতে যাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে! এ পরিস্থিতিতে দলের প্রত্যেক খেলোয়াড়কে ২৫ হাজার ডলার করে প্রণোদনা দেয়ার অফার দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এখন চলছে বিশ্বকাপ বাছাইপর্ব। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়েতে রয়েছেন গেইলরা। সুপার সিক্সে দুই ম্যাচ জিতে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছেন তারা। বাছাইপর্ব শেষেই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করবে সিডব্লিউআই।

সফরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১, ২ ও ৩ এপ্রিল। সব ম্যাচই হবে করাচিতে। ম্যাচগুলোতে অংশ নিলে ৭০ শতাংশ বেশি অর্থ পাবেন গেইল-লুইসরা, যা নির্ধারিত বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ অর্থ দিতে চাইলেও আসলে তা দিচ্ছে পাকিস্তান। কারণ আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে (এফটিপি) সিরিজটি হবে।

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, দেশের মাটিতে আরও ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। আগামী পিএসএলের অর্ধেক ম্যাচ ঘরের মাঠে খেলার চিন্তা করছে পিসিবি। পাশাপাশি এফটিপিভুক্ত দ্বিপক্ষীয় সিরিজগুলো সেখানেই খেলতে চায় তারা। সামনের মাসে আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে। এ জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। দেশটিতে ক্রিকেট ফেরাতে আমরাও দুহাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করছি।

২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয় টিম শ্রীলংকা। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাত) ঘরের ম্যাচগুলো খেলে আসছে পাকিস্তান।

যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে এবং নিকট অতীতে বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলংকা সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে খেলে এসেছে। সব ম্যাচই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোর প্রচেষ্টা চালাচ্ছে পিসিবি।