আকাশ স্পোর্টস ডেস্ক:
কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল হাতে মাঠে নামতে দলের অনুশীলনে নিজের ফিটনেস প্রমাণ দিতে হবে অসি গতি তারকা মিচেল স্টার্ককে। কুচকিতে টান লাগায় মোটামুটি লম্বা সময় মিড উইকেটে বল করতে পারেননি স্টার্ক।
তবে ব্যথা কিছুটা সেরে ওঠায় গতি কমিয়ে বল করা শুরু করেছেন তিনি। ইনজুরির সঙ্গে পেস বোলারদের সখ্য নতুন নয়। কিন্তু স্টার্কের সঙ্গে যেন একটু বেশিই। ইতিহাস স্বাক্ষী, তার ক্যারিয়ারের
এমন কোনো টেস্ট সিরিজ নেই তিনি ইনজুরি আক্রান্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে যাননি। সম্প্রতি মেলবোর্নে বক্সিং ডে অ্যাশেজে গোড়ালির ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে গিয়েছিলেন স্টার্ক। ওয়েবসাইট।
আকাশ নিউজ ডেস্ক 























