অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে অভিযোগ দায়ের করেছেন দেশটির একজন আইনজীবী। ইমরান খানের বিরুদ্ধে পিটিআই নেত্রী ও পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাইয়ের করা ‘অশোভন আচরণের’ অভিযোগের পর ওই আবেদন করেন আইনজীবী রাজা বাশারাত।
পাশাপাশি, নওয়াজ শরিফের দল পিএমএল (এন) এর সাংসদ হিনা পারভেজ বাট বুধবার আয়েশা গুলালাইয়ের অভিযোগের ভিত্তিতে দেশটির সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদ অনুসারে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি আবেদন জমা দিয়েছেন।
এর আগে, ইমরানের বিরুদ্ধে ‘অশ্লীল’ মেসেজ পাঠানোর অভিযোগ আনেন তারই দলের নেত্রী আয়েশা গুলালাই। তার অভিযোগ, ইমরান নিয়মিত তাকে ‘যৌন-বার্তা’ পাঠান। শুধু তাই নয়, ইমরানের দলে অন্য মহিলাদেরও সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন আয়েশা।
আয়েশার দাবি, ২০১৩ সালের অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠিয়ে চলেছেন ইমরান। মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও মহিলা, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।
অন্যদিকে আয়েশার বিরুদ্ধে অভিযোগ; বহু দিন ধরেই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। তবে, তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ উড়িয়ে দিয়ে আয়েশা জানান, তিনি কোন কিছুর লোভে এসব তথ্য উন্মুক্ত করেন নি।
‘ক্ষমতা কিংবা পদ কোন কিছুর লোভে আমি এসব করেন নি।’ যা সত্য তাই তিনি জনসমুক্ষে তুলে এনছেন বলে দাবি তার; বিশেষ করে ইমরান খানের দল পিটিআই নারীদের ব্যাপারে কী ধরনের মনভাব পোষন করে তাই তিনি বলতে চেয়েছেন।
এদিকে, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়া শহীদ খাকান আব্বাসি বলেন, ইমরান খানকে অবশ্যই তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মুখ খুলতে হবে। তিনি ইমরান খানকে একটি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি তুলে ধরে জাতির কাছে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান।
পাশাপাশি তিনি ইমরান খানের বিরুদ্ধে তদন্তের দাবি করেন। তিনি বলেন, আদালত স্বপ্রণোদিত হয়ে আইনি প্রকৃয়ায় যেতে পারে যেন তদন্তের মাধ্যমে ইমরান খান তার মুঠোফোনটি দিয়ে যেসব ‘ক্ষুদেবার্তা’ পাঠিয়েছেন তা সবার সামনে প্রকাশ পায়।
তিনি ইমরান খান এ বিষয়ে আয়েশাকে ‘ক্ষুদেবার্তা’ গুলো প্রমান হিসাবে তাকে দেখানোর যে দাবি করেছিলেন তারও সমালোচনা করেন। আব্বাসি অভিযোগ করেন ইমরান খান ও তার অনুসারীরা নারীদের যথাযথ সম্মান করতে জানেন না।
আকাশ নিউজ ডেস্ক 



















