আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চারদিন পর আতলেতিকো মাদ্রিদের মাঠে স্পেনের বিপক্ষে লড়বে তারা। এই ম্যাচ দুটির জন্য গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন কোচ সাম্পাওলি।
এই দলে নতুনভাবে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় আনহেল কোররেয়া। অ্যাতলেতিকোর হয়ে সাম্প্রতিক উজ্জ্বল ফর্ম বিবেচনায় দলে জায়গা পেয়েছেন তিনি।
গত রোববার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তৃতীয় গোলটি করেন কোররেয়া। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে জোড়া গোল করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে দলের আক্রমণভাগ আরও জোরদার করলেন সাম্পাওলি।
তবে এবারও দলে জায়গা হয়নি ইউভেন্তুস ফরোয়ার্ড দিবালা ও ইন্টার মিলানের অধিনায়ক ইকার্দির। হাঁটুর ইনজুরির কারণে নাও খেলতে পারেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
আকাশ নিউজ ডেস্ক 























