আকাশ বিনোদন ডেস্ক:
তরুণ নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটক নির্মাণের সঙ্গে বেশ কয়েক বছর ধরে জড়িত থাকলেও তিনি সর্বাধিক পরিচিতি পান গত বছরের কোরবানীর ঈদে প্রচারিত ‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সে নাটকের গল্পটি। এই নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অপূর্ব-মেহজাবিন জুটিও।
এরপর সম্প্রতি মুক্তি পায় তার ‘সংসার’ নামের আরও একটি নাটক। যেটাতে ‘বড় ছেলে’র জিয়াউল ফারুক অপূর্ব থাকলেও নতুন করে যোগ হন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলা। নয়া এ জুটির সুন্দর অভিনয় ও পারিবারিক গল্পের ‘সংসার’ নাটকটিও ইউটিউবে ব্যাপক ঝড় তোলে। এর ফলে আরও একবার প্রতিভার স্বাক্ষর রাখেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
পর্দায় আসছে তার আরও একটি চমৎকার গল্পের নাটক। নাম ‘ঘুরে দাঁড়ানোর গল্প’। এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এখানে নিশোর চরিত্রটির নাম নূর এবং মেহজাবিনের চরিত্রটির নাম রীতা।
গল্পের নায়ক নূর ভালোবাসার প্রতি তার সমর্পণ ও ত্যাগের অভিব্যাক্তির প্রমাণ দেবে প্রতিটি স্তরেই। সে সব সময়ই তার সংগ্রাম ও নিষ্ঠার মধ্যে দিয়ে প্রমাণ করবে, একজন মানুষ যদি তার সংকল্পে অটুট থাকে তাহলে জীবনের নানা চাওয়া-পাওয়া একদিন না একদিন পূরণ হয়ই। নাটকটি ১৬ মার্চ, শুক্রবার রাতে বেসরকারি টেভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।
নাটকের কাহিনিতে দেখা যাবে, গ্রামের বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালান নূর। সে ভালোবাসে একই গ্রামের রীতাকে। কিন্তু সেই ভালোবাসার কথা কখনোই সে রীতাকে বলতে পারে না। উল্টো একদিন সে জানতে পারে, রীতা ভালোবাসে পাশের গ্রামের কামালকে। তারপর কী হয়? দেখতে চোখ রাখতে হবে এটিএন বাংলার পর্দায়।
আকাশ নিউজ ডেস্ক 
























