ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ঘরে ফেরার গল্প

আকাশ বিনোদন ডেস্ক: 

ফেরার আগেই জানালেন নতুন খবর। এ খবরে বলিউডে তার না থাকা নিয়ে ভক্তদের আনীত অভিযোগেরও উত্তর দিলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘অনেকে বলছেন আমি বলিউড ছেড়ে দিচ্ছি। আশ্চর্য! আমি কেন বলিউড ছেড়ে দেব। কোয়ান্টিকোতে আমার শিডিউল দেয়া ছিল। এ কারণে নতুন কোনো ছবি হাতে নিয়ে নির্মাতাকে ফাঁসাতে চাইনি। শিডিউলটা ঠিক রাখতে চেয়েছি। আমার ভক্তদের জন্য সুখবর দিচ্ছি একটা।

এরই মধ্যে প্রায় ২০টি বলিউড ছবির প্রস্তাব রয়েছে আমার কাছে। তবে আমি তিনটিহাওয়ায় ভাসছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এর পেছনে রয়েছে অনেক কারণ। আজ হলিউড তো কাল বলিউড- এ নিয়েই চলছে ওড়াউড়ি। তবে কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হবে! তিনিও দিচ্ছেন। বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন। শুধু কমিয়েই নয়, এখন তো এ অঙ্গনে তাকে দেখাই যাচ্ছে না। ইদানীং নাকি আবার বলিউডের প্রতি আকুলতা বেড়েছে তার। কিছু কাজ করতে চান ভক্তদের জন্য। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে

দীর্ঘদিন নেই বলিউডে। হিন্দি ভাষার সংলাপে পাওয়াই যাচ্ছিল না তাকে। তাই প্রিয়াঙ্কাভক্তরা গাল ফুলিয়েই বসেছিল। এই বুঝি হাতছাড়া হয়ে গেল প্রিয় নায়িকা। তার মুখ থেকে কি আর হিন্দি ডায়ালগ শোনা যাবে না?

ইংরেজি কথা আর ভালো লাগছে না তার সুন্দর মুখ থেকে। ওই মুখে যেন হিন্দিই মানানসই। এমন কথা লিখে অনেক ভক্ত প্রিয়াঙ্কাকে হ্যাশ ট্যাগ দিয়ে টুইটও করেছেন। কারণ একটাই, হলিউড অঙ্গনেই কেন ব্যস্ততা তার। বর্তমানে তিনি আমেরিকায় ‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু বেশি দিন এখানে থাকছেন না তিনি। চলে আসছেন ভারতীয় ভক্তদের কাছে। কাজ শেষে আগামী সপ্তাহেই ফিরবেন তিনি।

 স্ক্রিপ্ট নির্বাচন করেছি সেখান থেকে। ভারতে ফিরেই আমি এ ছবিগুলোর কাজ শুরু করব।’ বোঝাই যাচ্ছে বলিউডে প্রিয়াঙ্কার আগাম ব্যস্ততা কেমন হবে! এতদিন বলিউডে না থাকতে পেরে দুঃখও প্রকাশ করেছেন। সেই সঙ্গে নতুন ছবির স্ক্রিপ্ট পেয়ে তিনি যে উচ্ছ্বসিত তাও জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা তার টুইট বার্তায় জানান, ‘যে তিনটি ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়েছে সেগুলো আমাকে এতটাই আন্দোলিত করেছে, মনে হচ্ছে এখনই শুটিং শুরু করি। তবে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই আর একটু অপেক্ষা মাত্র। আর দেরিতে কাজ করার জন্য দুঃখিত।’

এদিকে প্রিয়াঙ্কাকে বলা হয় বলিউডের অন্যতম ক্লিন ইমেজের নায়িকা। সত্যিই কী তাই? এর বিপরীত মন্তব্যও কিন্তু রয়েছে। অভিনয় ক্যারিয়ার শুরুর পর অনেকের সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য রাখতেই পছন্দ করেন এ অভিনেত্রী। প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব বেশি মুখ খোলেন না প্রিয়াঙ্কা। কিছুদিন আগে নিজের সিঙ্গেল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ‘দেশি গার্ল’র এ নায়িকা।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘আমি এখন একা। তবে বছরখানেক আগে খুবই প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পর্কে জড়িয়েছিলাম। শেষতক সম্পর্কটি আর টেকেনি। এখন প্রতিদিন অনেক মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে। কখনও মন চাইলে তাদের সঙ্গে ঘুরে বেড়াই। কিছুদিন আগেও মনে হতো কেউ একজনকে বিয়ে করি। কিন্তু না, এখন মনে হচ্ছে- সেই সময় হয়নি। আমার আরও অনেক কিছুই করতে হবে।’

সিঙ্গেল বলার পর তিনি যে একা নন এ কথাও জানিয়ে দেন ইঙ্গিতে। তিনি বিয়ে করছেন না মানে এই নয়, তার আশপাশে উপযুক্ত কোনো পুরুষ নেই। বরং কারও সঙ্গে প্রেম করার মতো মনের অবস্থা এখন তার নেই। এ অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই অনেক দিন ধরে একা আছি। আমাকে অনেকের মনে ধরেছে। কিন্তু আমি জানি না কী করব। এতেই আমি খুশি।’ সবশেষ তাকে দেখা গেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। এরপর ‘বেওয়াচ’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে তাকে।

বলিউডের রুপালি পর্দায় দেখা না গেলেও গত কয়েক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল ফিল্মসের ব্যানারে আঞ্চলিক ভাষার সিনেমা প্রযোজনা করে আসছেন এ অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলিউডে নেই বলে সহকর্মীরাও তাকে অনুভব করছেন।

ক’দিন আগে রণবীর কাপুর বলেই দিলেন- প্রিয়াঙ্কা তুমি বলিউডে আসছ না কেন? আমাদের ছবিতে অভিনয় করছ না কেন? প্রিয়াঙ্কার অনুপস্থিতি রণবীরকে ভালোই নিঃসঙ্গতায় ধরেছে। সেটা তার ডাক শুনলেই বোঝা যায়। তাই এবার ফিরছেন প্রিয়াঙ্কা।

বলিউডের লাইট ক্যামেরা অ্যাকশন যে প্রিয়াঙ্কাকেও খুব টানছে। এ টানেই তাকে ফিরতে হচ্ছে। ফেরাটা ভালো কিছু দিয়েই হবে। এমন আশাবাদই শোনা গেল প্রিয়াঙ্কার কথায়। এবার দেখা যাক। হলিউড থেকে ফিরে কতটা বলিউডের হতে পারেন এ নায়িকা। অবশ্য নিজের প্রতি আÍবিশ্বাস আছে এ নায়িকার। ফেরার আগে সে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি ফিরলেই সব ঠিক হয়ে যাবে। আমি জানি কীভাবে পথ চলতে হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ঘরে ফেরার গল্প

আপডেট সময় ০৪:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

ফেরার আগেই জানালেন নতুন খবর। এ খবরে বলিউডে তার না থাকা নিয়ে ভক্তদের আনীত অভিযোগেরও উত্তর দিলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘অনেকে বলছেন আমি বলিউড ছেড়ে দিচ্ছি। আশ্চর্য! আমি কেন বলিউড ছেড়ে দেব। কোয়ান্টিকোতে আমার শিডিউল দেয়া ছিল। এ কারণে নতুন কোনো ছবি হাতে নিয়ে নির্মাতাকে ফাঁসাতে চাইনি। শিডিউলটা ঠিক রাখতে চেয়েছি। আমার ভক্তদের জন্য সুখবর দিচ্ছি একটা।

এরই মধ্যে প্রায় ২০টি বলিউড ছবির প্রস্তাব রয়েছে আমার কাছে। তবে আমি তিনটিহাওয়ায় ভাসছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এর পেছনে রয়েছে অনেক কারণ। আজ হলিউড তো কাল বলিউড- এ নিয়েই চলছে ওড়াউড়ি। তবে কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হবে! তিনিও দিচ্ছেন। বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন। শুধু কমিয়েই নয়, এখন তো এ অঙ্গনে তাকে দেখাই যাচ্ছে না। ইদানীং নাকি আবার বলিউডের প্রতি আকুলতা বেড়েছে তার। কিছু কাজ করতে চান ভক্তদের জন্য। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে

দীর্ঘদিন নেই বলিউডে। হিন্দি ভাষার সংলাপে পাওয়াই যাচ্ছিল না তাকে। তাই প্রিয়াঙ্কাভক্তরা গাল ফুলিয়েই বসেছিল। এই বুঝি হাতছাড়া হয়ে গেল প্রিয় নায়িকা। তার মুখ থেকে কি আর হিন্দি ডায়ালগ শোনা যাবে না?

ইংরেজি কথা আর ভালো লাগছে না তার সুন্দর মুখ থেকে। ওই মুখে যেন হিন্দিই মানানসই। এমন কথা লিখে অনেক ভক্ত প্রিয়াঙ্কাকে হ্যাশ ট্যাগ দিয়ে টুইটও করেছেন। কারণ একটাই, হলিউড অঙ্গনেই কেন ব্যস্ততা তার। বর্তমানে তিনি আমেরিকায় ‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু বেশি দিন এখানে থাকছেন না তিনি। চলে আসছেন ভারতীয় ভক্তদের কাছে। কাজ শেষে আগামী সপ্তাহেই ফিরবেন তিনি।

 স্ক্রিপ্ট নির্বাচন করেছি সেখান থেকে। ভারতে ফিরেই আমি এ ছবিগুলোর কাজ শুরু করব।’ বোঝাই যাচ্ছে বলিউডে প্রিয়াঙ্কার আগাম ব্যস্ততা কেমন হবে! এতদিন বলিউডে না থাকতে পেরে দুঃখও প্রকাশ করেছেন। সেই সঙ্গে নতুন ছবির স্ক্রিপ্ট পেয়ে তিনি যে উচ্ছ্বসিত তাও জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা তার টুইট বার্তায় জানান, ‘যে তিনটি ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়েছে সেগুলো আমাকে এতটাই আন্দোলিত করেছে, মনে হচ্ছে এখনই শুটিং শুরু করি। তবে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই আর একটু অপেক্ষা মাত্র। আর দেরিতে কাজ করার জন্য দুঃখিত।’

এদিকে প্রিয়াঙ্কাকে বলা হয় বলিউডের অন্যতম ক্লিন ইমেজের নায়িকা। সত্যিই কী তাই? এর বিপরীত মন্তব্যও কিন্তু রয়েছে। অভিনয় ক্যারিয়ার শুরুর পর অনেকের সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য রাখতেই পছন্দ করেন এ অভিনেত্রী। প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব বেশি মুখ খোলেন না প্রিয়াঙ্কা। কিছুদিন আগে নিজের সিঙ্গেল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ‘দেশি গার্ল’র এ নায়িকা।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘আমি এখন একা। তবে বছরখানেক আগে খুবই প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পর্কে জড়িয়েছিলাম। শেষতক সম্পর্কটি আর টেকেনি। এখন প্রতিদিন অনেক মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে। কখনও মন চাইলে তাদের সঙ্গে ঘুরে বেড়াই। কিছুদিন আগেও মনে হতো কেউ একজনকে বিয়ে করি। কিন্তু না, এখন মনে হচ্ছে- সেই সময় হয়নি। আমার আরও অনেক কিছুই করতে হবে।’

সিঙ্গেল বলার পর তিনি যে একা নন এ কথাও জানিয়ে দেন ইঙ্গিতে। তিনি বিয়ে করছেন না মানে এই নয়, তার আশপাশে উপযুক্ত কোনো পুরুষ নেই। বরং কারও সঙ্গে প্রেম করার মতো মনের অবস্থা এখন তার নেই। এ অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই অনেক দিন ধরে একা আছি। আমাকে অনেকের মনে ধরেছে। কিন্তু আমি জানি না কী করব। এতেই আমি খুশি।’ সবশেষ তাকে দেখা গেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। এরপর ‘বেওয়াচ’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে তাকে।

বলিউডের রুপালি পর্দায় দেখা না গেলেও গত কয়েক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল ফিল্মসের ব্যানারে আঞ্চলিক ভাষার সিনেমা প্রযোজনা করে আসছেন এ অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলিউডে নেই বলে সহকর্মীরাও তাকে অনুভব করছেন।

ক’দিন আগে রণবীর কাপুর বলেই দিলেন- প্রিয়াঙ্কা তুমি বলিউডে আসছ না কেন? আমাদের ছবিতে অভিনয় করছ না কেন? প্রিয়াঙ্কার অনুপস্থিতি রণবীরকে ভালোই নিঃসঙ্গতায় ধরেছে। সেটা তার ডাক শুনলেই বোঝা যায়। তাই এবার ফিরছেন প্রিয়াঙ্কা।

বলিউডের লাইট ক্যামেরা অ্যাকশন যে প্রিয়াঙ্কাকেও খুব টানছে। এ টানেই তাকে ফিরতে হচ্ছে। ফেরাটা ভালো কিছু দিয়েই হবে। এমন আশাবাদই শোনা গেল প্রিয়াঙ্কার কথায়। এবার দেখা যাক। হলিউড থেকে ফিরে কতটা বলিউডের হতে পারেন এ নায়িকা। অবশ্য নিজের প্রতি আÍবিশ্বাস আছে এ নায়িকার। ফেরার আগে সে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি ফিরলেই সব ঠিক হয়ে যাবে। আমি জানি কীভাবে পথ চলতে হয়।’