আকাশ বিনোদন ডেস্ক:
মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা বিনোদন জগতের জনপ্রিয় জুটির নাম।
একজন ক্যামেরার সামনের নন্দিত তারকা আরেক জন ক্যামেরার পিছনের বিখ্যাত নির্মাতা।
তারা একসঙ্গে বেশ জনপ্রিয় কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন।
এছাড়া তারা একসাথে বেশ কিছু বিজ্ঞাপনও করেছেন। তিশা এবং ফারুকীকে আবার এক হলেন বিজ্ঞাপন চিত্রে।
ফারুকীর পরিচালনায় ‘ডাবর মেথি আমলা হেয়ার অয়েল’ এর বিজ্ঞাপনে তিশাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
বিজ্ঞাপনটি বিশ্ব নারী দিবস থেকে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে।
দর্শক মহলে বিজ্ঞাপনটি বেশ আলোচিত হয়েছে।
মজার ব্যাপার হচ্ছে, বিজ্ঞাপনটি তৈরির আগে ফারুকী একজন অনিন্দ্য সুন্দরী তরুণীর সন্ধান চেয়ে স্ট্যাটাস দিয়ে ছিলেন।
সেই স্ট্যাটাসে অনেকেই তিশার নাম বলে থাকেন।
আর বিজ্ঞাপনটি প্রচারের পর মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ওয়ালে উচ্ছসিত ভাবে লিখেছেন, ভদ্র মহিলার সঙ্গে বহুদিন পর বিজ্ঞাপন করার সুযোগ হইলো।
ডাবর মেথি আমলার বিজ্ঞাপনটি দেখতে পারেন এখানে-
আকাশ নিউজ ডেস্ক 
























