আকাশ স্পোর্টস ডেস্ক:
ফর্মে নেই তাসকিন আহমেদ। অফ ফর্মের কারণে ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন জাতীয় দলেরএই পেস বোলার। তার পরিবর্তে দলে ফেরানো হয়েছেবাঁহাতি পেস বোলার আবু হায়দার রনিকে।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তেমন কোনো ঝলক দেখাতে পারেননি আবু হায়দার।তবে সাম্প্রতিক সময়ে আসাধরণ খেলেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ২ বছর পর তাকে দলে ফেরানো হয়েছে।ভারতের বিপক্ষে তাকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।
বুধবার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলাটি শুরু হয়।সিরিজের প্রথম দুই খেলায় অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামা টাইগার শিরিবের বুধবার একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন,মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
আকাশ নিউজ ডেস্ক 























