আকাশ বিনোদন ডেস্ক:
টিভি নাটকের আলোচিত নাম অপূর্ব। তার অভিনীত নাটক মানেই দর্শকদের অন্যরকম আগ্রহ। তাই নাটকের শুটিং নিয়ে অন্যরকম ব্যস্ততা তার।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করে যাচ্ছেন। গত বছরের ‘বড় ছেলে’ নাটকের পর এ বছর মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘বেকার’ নামে আরও একটি নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। এবার একই নির্মাতার আরও একটি নাটকের শুটিং করলেন। নাম ‘তনিমা’।
এতে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন টিভি পর্দার তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী সাফা কবির। নাটকের গল্প দু’বছর আগের একটি কাহিনীকে কেন্দ্র করে রচিত হয়েছে। কেউ কিছু মানুষকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু কাদের খুঁজছেন? কেন খুঁজছেন? সেই কারণ তার নিজেরও জানা নেই। মানুষগুলোকে তার যে কোনো উপায়েই হোক খুঁজে বের করতে হবে। বিশেষ করে একজনকে তো তার খুঁজে বের করা লাগবেই। যার মধ্যে রয়েছে রহস্যের জট লেগে থাকা সমাধান। ওদের খুঁজতে গিয়ে বারবারই ঝামেলার মধ্যে পড়ছেন সেই একজন। নাটকটিতে সেই একজনের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয় ছোঁয়া একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। বেশ ইমোশন নিয়ে কাজ করতে হয়েছে এতে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নির্মাতা জানান, ‘এ নাটকের গল্পে রহস্য ও রোমাঞ্চ দুটিই রয়েছে। আশা করি দর্শক দেখে বেশ আনন্দ পাবেন।’ নাটকটি আসছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো একটি প্রতিষ্ঠিত কোম্পানির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আকাশ নিউজ ডেস্ক 
























