ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা দেশে হিসাব কারচুপির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচার হয়েছে :পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম

পাঁচ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক:

শুধু অভিনয়ের জন্যই বাদশা বলে খ্যাত নন বলিউডের জনপ্রিয়তম নায়ক শাহরুখ খান। সম্পদের দিক থেকেও বাদশা তিনি।

পৃথিবীর দ্বিতীয় ধনী সিনেতারকা শাহরুখ খান। বিত্তের জোরে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম খবর অনুযায়ী, প্রায় পাঁচ হাজার কোটি রুপির মালিক কিং খান। আর বলিউডের এই জনপ্রিয় তারকার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি রুপি।

শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বর্তমান বাজারমূল্য ২০০ কোটি। ১৯৯৫ সালে ১৫ কোটি রুপিতে বাড়িটি কেনেন তিনি।

দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। এ ছাড়া লন্ডনে ১৩০ কোটি রুপির আরেকটি বাড়িও আছে কিং খানের।

১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ। তিনটি ছবি প্রযোজনা করার পর ২০০৩ সাল সেই প্রোডাকশন হাউসের নাম বদলে ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ রাখেন তিনি। পরে কিং খানের স্ত্রী গৌরী খান এ প্রোডাকশন হাউসের দায়িত্ব নেন।

এ ছাড়া ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে আইপিএলের অন্যতম ধনী দল ‘কেকেআর’।

দামি গাড়ির বিষয়েও অন্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কূপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর প্রায় সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরন। এ ছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে কিং খানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

পাঁচ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

আপডেট সময় ০৭:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

শুধু অভিনয়ের জন্যই বাদশা বলে খ্যাত নন বলিউডের জনপ্রিয়তম নায়ক শাহরুখ খান। সম্পদের দিক থেকেও বাদশা তিনি।

পৃথিবীর দ্বিতীয় ধনী সিনেতারকা শাহরুখ খান। বিত্তের জোরে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম খবর অনুযায়ী, প্রায় পাঁচ হাজার কোটি রুপির মালিক কিং খান। আর বলিউডের এই জনপ্রিয় তারকার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি রুপি।

শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বর্তমান বাজারমূল্য ২০০ কোটি। ১৯৯৫ সালে ১৫ কোটি রুপিতে বাড়িটি কেনেন তিনি।

দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। এ ছাড়া লন্ডনে ১৩০ কোটি রুপির আরেকটি বাড়িও আছে কিং খানের।

১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ। তিনটি ছবি প্রযোজনা করার পর ২০০৩ সাল সেই প্রোডাকশন হাউসের নাম বদলে ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ রাখেন তিনি। পরে কিং খানের স্ত্রী গৌরী খান এ প্রোডাকশন হাউসের দায়িত্ব নেন।

এ ছাড়া ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে আইপিএলের অন্যতম ধনী দল ‘কেকেআর’।

দামি গাড়ির বিষয়েও অন্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কূপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর প্রায় সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরন। এ ছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে কিং খানের।