ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

একমাত্র বই’ই যে সমাজকে আলোকিত করতে পারে: আবু সায়ীদ

অাকাশ জাতীয় ডেস্ক:

একমাত্র বই’ই যে সমাজকে আলোকিত করতে পারে, সমাজে ভালো মানুষ প্রতিষ্ঠিত করতে পারে- তা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে দুই দিন ধরে সময় কাটালেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ আশপাশের শিক্ষার্থী, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিদের নিয়ে বই পড়ার গুরুত্ব নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন দেশের এই বিশিষ্ট শিক্ষাবিদ। চিরিরবন্দর উপজেলার এবি ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

গত ৮ ও ৯ মার্চ আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্যে ছিল-বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির পুরস্কার বিতরণ, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার, নৈতিক শিক্ষা ও শিক্ষা মান উন্নয়ন শীর্ষক আলোচনাসভা, শিশুদের আঁকা আর্ট গ্যালারি উদ্বোধন,এবি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের।

শুক্রবার নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বই পড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, যারা জ্ঞান অর্জন করতে চান, জ্ঞানের পরিধি বাড়াতে চান তাদের বেশি বেশি করে বই পড়তে হবে। বইয়ের মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি ভালো ভালো সাহিত্য, উপন্যাস, কাব্য রচনা করতে পারেন।

তিনি বলেন, যাদের বুকে আগুন মানে আলো, তারা একটি সুন্দর বই লিখতে পারেন অর্থাৎ জ্ঞানীরা তাদের বুকের আলো থেকে সমাজকে, দেশকে আলোকিত করতে পারেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এই বিশিষ্ট শিক্ষাবিদ বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি-লাল সবুজের পতাকা দিয়েছি, এখন তোমরা বাংলাদেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করবে।এর জন্য প্রয়োজন সাহস, সততা ও দক্ষতা। যা তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রখ্যাত অর্থপেডিক চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন। অন্যদের মধ্যে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, এবি ফাউন্ডেশনের ডা. শামীমা আমজাদ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এবি ফাউন্ডেশন আয়োজিত জেলার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্মারক সম্মাননা প্রদান করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন শিক্ষায়- দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জী ও মহিউদ্দিন আহম্মেদ (মাস্টার), সাহিত্যে- লায়লা চৌধুরী, চিকিৎসায়- ডা. বসন্ত কুমার রায়, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য- বীর মুক্তিযোদ্ধা মাসুম আহম্মেদ তোরাব আলী, ক্রীড়ায়- আজিজুর রহমান এবং সঙ্গীতে- ওস্তাদ সাইমুদ আলী খান (মরণোত্তর)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

একমাত্র বই’ই যে সমাজকে আলোকিত করতে পারে: আবু সায়ীদ

আপডেট সময় ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

একমাত্র বই’ই যে সমাজকে আলোকিত করতে পারে, সমাজে ভালো মানুষ প্রতিষ্ঠিত করতে পারে- তা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে দুই দিন ধরে সময় কাটালেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ আশপাশের শিক্ষার্থী, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিদের নিয়ে বই পড়ার গুরুত্ব নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন দেশের এই বিশিষ্ট শিক্ষাবিদ। চিরিরবন্দর উপজেলার এবি ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

গত ৮ ও ৯ মার্চ আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্যে ছিল-বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির পুরস্কার বিতরণ, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার, নৈতিক শিক্ষা ও শিক্ষা মান উন্নয়ন শীর্ষক আলোচনাসভা, শিশুদের আঁকা আর্ট গ্যালারি উদ্বোধন,এবি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের।

শুক্রবার নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বই পড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, যারা জ্ঞান অর্জন করতে চান, জ্ঞানের পরিধি বাড়াতে চান তাদের বেশি বেশি করে বই পড়তে হবে। বইয়ের মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি ভালো ভালো সাহিত্য, উপন্যাস, কাব্য রচনা করতে পারেন।

তিনি বলেন, যাদের বুকে আগুন মানে আলো, তারা একটি সুন্দর বই লিখতে পারেন অর্থাৎ জ্ঞানীরা তাদের বুকের আলো থেকে সমাজকে, দেশকে আলোকিত করতে পারেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এই বিশিষ্ট শিক্ষাবিদ বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি-লাল সবুজের পতাকা দিয়েছি, এখন তোমরা বাংলাদেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করবে।এর জন্য প্রয়োজন সাহস, সততা ও দক্ষতা। যা তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রখ্যাত অর্থপেডিক চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন। অন্যদের মধ্যে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, এবি ফাউন্ডেশনের ডা. শামীমা আমজাদ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এবি ফাউন্ডেশন আয়োজিত জেলার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্মারক সম্মাননা প্রদান করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন শিক্ষায়- দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জী ও মহিউদ্দিন আহম্মেদ (মাস্টার), সাহিত্যে- লায়লা চৌধুরী, চিকিৎসায়- ডা. বসন্ত কুমার রায়, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য- বীর মুক্তিযোদ্ধা মাসুম আহম্মেদ তোরাব আলী, ক্রীড়ায়- আজিজুর রহমান এবং সঙ্গীতে- ওস্তাদ সাইমুদ আলী খান (মরণোত্তর)।