অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করতে নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া সুশীল সমাজের প্রস্তাবের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি এ নিয়ে বাইরে কথা না বলে ইসির সংলাপে প্রস্তাবনা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনীকে কোথায়, কখন ও কীভাবে ব্যবহার করা যাবে সেটা সংবিধানে আছে। তাদের ডেকে এনে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। যখন সময় আসবে, তখনই বলা যাবে। এই মুহূর্তে এই দাবি অবান্তর ও অযৌক্তিক।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি সংলাপসহ সব প্রক্রিয়া শেষে বলা যাবে। সংলাপে শত ফুল ফুটবে, শত মত আসবে। তবে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ অনুসারে এগিয়ে যাবে।’
বিএনপির সেনা মোতায়নের দাবির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাইরে থেকে ঢিল ছোড়ার প্রবণতা বন্ধ করতে হবে। বিএনপি সংলাপে এসে তাদের প্রস্তাবনা উপস্থাপন করুক; আওয়ামী লীগও করবে।’
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা। অবশ্য এনিয়ে কয়েকজন দ্বিমত পোষণ করেছেন। আর আওয়ামী লীগ এ দুটি প্রস্তাবেরই ঘোরতর বিরোধী।
আকাশ নিউজ ডেস্ক 




















