আকাশ বিনোদন ডেস্ক:
আজ বিশ্বনারী দিবস। নারীর জন্য বিশেষ দিন আজ। দিনটিতে নারীর জন্য বিশেষ সম্মান জানিয়ে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে নানা রকম অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় বেসরকারি চ্যানেল আরটিভি আয়োজন করেছে ‘জয়া আলোকিত নারী’ নামের একটি অনুষ্ঠান।
এতে বিশেষ অবদানের জন্য দেশের সেরা ৮ জন নারীকে বিশেষ সম্মাননা জানানো হবে। তাদের মধ্যে রয়েছেন স্বাধীনতাবাংলা বেতার কেন্দ্রের শিল্পী সাহিন সামাদ, সাহিত্যে রুবী রহমান, সুচি শিল্পে মৌলুদা খানম, ক্রিরাবিদ হিসেবে আঁখী খাতুন, সমাজ সেবায় প্রফেসার ডা, হোসনে আরা বেগম, চ্যালেঞ্জেং পেশায় নাসরিন সুলতান, নারী ক্ষমতায়নে পারভিন মাহমদু, প্রসূতি মায়ের জীবন রক্ষর পদ্দতি উদ্ভাক হিসেবে অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার।
অনুষ্ঠানটিতে ইভান সাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নাচবেন ঢাকাই শোবিজের জনপ্রিয় পাঁচ নারী তারকা। নাচিয়ে পাঁচ তারকাদের মধ্যে রয়েছেন মেহজাবিন, সাফা কবির, মুমতাহিনা টয়া, তানজিন তিশা ও চিত্রনায়িকা তমা মির্জা। তাদের নাচে অংশ নিচ্ছেন ইভান শাহরিয়ার সোহাগ ও তার নাচের দল নৃত্যভুমি।
জয়া আলোকিত নারী অনুষ্ঠানটি প্রসঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ বলেন, ‘নারীদের বিশেষ সম্মান জানাতেই এই অনুষ্ঠান আয়োজন করেছি আমরা। আরটিভির পক্ষ থেকে দেশের গুণী আট নারীকে সম্মাননা জানতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।’
এতে নাচ পরিবেশ প্রসঙ্গে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘আর টিভিকে ধন্যবাদ। এমন নারীদের সম্মানে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এতে আমার কোরিওগ্রাফির সর্বসেরাটা দেয়ার চেষ্টা করেছি। যে তারকারা নাচবেন তাদের সঙ্গে সারা বছরই আমার কাজ হয়। তাই ওদের সঙ্গে কাজের বোঝাপড়াটাও আমার দারুণ। আশা করি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’ আগামীকাল ( শুক্রবার, ৯ মার্চ) আরটিভিতে সন্ধ্যা ৬ টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
আকাশ নিউজ ডেস্ক 























